Placeholder canvas

Placeholder canvas
HomeScroll৫০ বছর পর চাঁদে অবতরণ মার্কিন মহাকাশযানের
Odysseus Landing in Moon

৫০ বছর পর চাঁদে অবতরণ মার্কিন মহাকাশযানের

Follow Us :

ওয়াশিংটন: অর্ধশতাব্দী পর আবারও চাঁদে অবতরণ করল মার্কিন মহাকাশযান। স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার চাঁদের দক্ষিণ মেরুর কাছে অবতরণ করেছে এই মহাকাশযান। এই প্রথম ব্যক্তিমালিকানাধীন পর্যায়ে চাঁদে মহাকাশযান পাঠাল যুক্তরাষ্ট্র। টেক্সাসভিত্তিক প্রতিষ্ঠান ‘ইনটুইটিভ মেশিন’ এই মহাকাশযান তৈরি করেছে ও চাঁদে পাঠিয়েছে।

সংস্থার সিইও স্টিভ অলটেমাস বলেছেন, “আমরা এখন চন্দ্রপৃষ্ঠে এবং সেখান থেকে তথ্য পাঠাচ্ছি। চাঁদে আপনাদের স্বাগত।” ল্যান্ডারটি ঠিক কী অবস্থায় আছে, তা এখনও বিশদে জানায়নি সংস্থাটি। তবে চাঁদে যে সেটি নেমেছে, তা নিশ্চিত করা গিয়েছে। চাঁদের দক্ষিণ মেরুর কাছে মালাপের্ট নামে এক খাতের কাছে নেমেছে এই মার্কিন মহাকাশযান। প্রসঙ্গত, ২০২৩ সালের অগস্টে ভারতের চন্দ্রযান-৩-এর বিক্রম ল্যান্ডার, চাঁদের দক্ষিণ মেরু এলাকাতেই নেমেছিল। দক্ষিণ মেরু অঞ্চলে প্রথম নিরাপদ ও সফল অবতরণ করেছিল ভারতীয় মহাকাশযানটিই। দক্ষিণ মেরুতে প্রজ্ঞান নামে একটি রোবোটিক রোভারও অবতরণ করেছিল। ওডিসিয়াসেরও একই রকমের একটি রোবোটিক রোভার রয়েছে, যার নাম নোভা সি।

আরও পড়ুন: সকাল থেকে তৎপর ইডি, শাহাজাহান ঘনিষ্ঠ ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি

RELATED ARTICLES

Most Popular