সন্দেশখালি: বাড়ানো হল ১৪৪ ধারা জারির মেয়াদ। সন্দেশখালির একাধিক জায়গায় ১৪৪ ধারা জারির মেয়াদ আরও এক দিন বৃদ্ধি করা হল। বৃহস্পতিবার অর্থাৎ ২২ ফেব্রুয়ারি পর্যন্ত সন্দেশখালির পাঁচ জায়গায় ১৪৪ ধারা জারি করা হয়েছিল। সেই পাঁচ সহ আরও চার জায়গায় নতুন করে ১৪৪ ধারা জারি করা হয়েছে। শুক্রবার পর্যন্ত তা জারি থাকবে।
মঙ্গলবার সাতটি গ্রাম পঞ্চায়েত থেকে ১৪৪ ধারা প্রত্যাহার করা হয়েছে। তবে নতুন করে চারটি গ্রাম পঞ্চায়েতের ১২টি জায়গায় ১৪৪ ধারা জারি করে প্রশাসন। পাশাপাশি সন্দেশখালির চারটি ঘাটের প্রবেশদ্বারে সিসিটিভি ক্যামরা বসানো হয়েছে। খুলনা, ত্রিমোহিনী বাজার, সন্দেশখালির ধামাখালি সহ চারটি ঘাটে সিসিটিভি ক্য়ামেরা বসানো হয়েছে।
আরও পড়ুন: সকাল থেকে তৎপর ইডি, শাহাজাহান ঘনিষ্ঠ ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি
উত্তর ২৪ পরগনার বসিরহাটের সন্দেশখালির পাত্রপাড়া, নতুন দাসপাড়া, কুলেপাড়ায় নতুন পুকুরে গত ৫ ফেব্রুয়ারি থেকে আন্দোলন দেখেছে গোটা রাজ্য। একদিকে শাসকদলের নেতাদের বিরুদ্ধে জমি দখল, অন্যদিকে লিজের জমির টাকা আত্মসাৎ সহ নারী নির্যাতনের অভিযোগ এসেছে। ইতিমধ্যে পুলিশের জালে দুই প্রভাবশালী নেতা শিবপ্রসাদ হাজরা ও উত্তম সর্দারকে গ্রেফতার করেছে। হিংসায় প্ররোচনা দেওয়া অপরাধকে সংঘটিত করা, বেআইনি জমায়েতের অভিযোগে বিরোধীদলের প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দার, বিজেপি নেতা বিকাশ সিংহকেও গ্রেফতার করেছে পুলিশ। এই নিয়ে রীতিমতো শাসক-বিরোধী তরজা তুঙ্গে।
দেখুন আরও অন্যান্য খবর: