করাচি: পাকিস্তানের করাচিতে ইংল্যান্ডের ভিসা অফিসে আচমকাই দেখা গেল অশ্লীল ভিডিও। করাচির গেরির ভিসা অফিসে উপস্থিত ছিল অনেকেই। ঘটনাক্রমে টিভির পর্দায় আচমকাই দেখা গেল অশ্লীল ভিডিও। এই ঘটনা কে বা কারা রেকর্ড করেছে তা জানা যায়নি। আর তারপরই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। সেই ভিডিও ভাইরাল হতেই বিতর্কের ঝড় নেট মাধ্যমে। যদিও ওই ভিডিওর সত্যতা যাচাই করেনি কলকাতা টিভি ডিজিটাল।
ভিডিওতে দেখা যাচ্ছে, করাচির ওই ভিসা অফিসে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে বেশ কয়েকজন। ভিসা সংক্রান্ত তথ্য নিয়েই সবাই ব্যস্ত নিজের খেয়ালে। আচমকাই অফিসের টিভির পর্দায় ভেসে ওঠে অশ্লীল ভিডিও। যদিও তড়িঘড়ি অফিসের কর্মীরা টিভি বন্ধ করে দেন। তবে এ বিষয়ে ভিসা সেন্টারের বক্তব্য, ভুলবশত এই ঘটনা ঘটেছে।
The UK visa office in Karachi, operated by Gerry’s, accidentally displays an inappropriate video on the large screen. pic.twitter.com/ExGNjcMht0
— Ahmer Khan 🇵🇰 ✪ (@StellarTweeting) November 23, 2023
আরও পড়ুন: ভোট শুরু রাজস্থানে, ৩ ডিসেম্বর ফল প্রকাশ
এর আগে ২০২৩ সালে পাটনা রেলওয়ে স্টেশনে একই ধরনের ঘটনা ঘটেছিল। চলতি বছরের মার্চে, পাটনা জংশনের প্ল্যাটফর্মে ট্রেনের সময়সূচী ঘোষণা করার জন্য টেলিভিশনে আচমকাই এমন অশ্লীল ভিডিও শুরু হয়ে যায়। সেই নেটদুনিয়ায় নিমেষের মধ্যে ভাইরাল হয়ে যায়। এরপরই পাটনা রেলওয়ে থেকে গোটা বিষয় খতিয়ে দেখার আশ্বাসও দেওয়া হয়।