Placeholder canvas
Homeপ্রযুক্তিভারতে কবে আসবে রয়্যাল এনফিল্ডের ইলেকট্রিক বাইক?

ভারতে কবে আসবে রয়্যাল এনফিল্ডের ইলেকট্রিক বাইক?

২০২৫ এর মধ্যে লঞ্চ হবে রয়্যাল এনফিল্ডের ইলেকট্রিক বাইক

রয়্যাল এনফিল্ডের (Royal Enfield) ইলেকট্রিক বাইক নিয়ে অনেক ধরেই চর্চা চলছে বিভিন্ন মহলে। সম্প্রতি রয়্যাল এনফিল্ড হিমালয়ানের ইলেকট্রিক (Royal Enfield Himalayan Electric) অবতার হাজির করল সংস্থা। যা EICMA শোতে ইতিমধ্যেই দেখানো হয়েছে। ডিজাইনের ক্ষেত্রে পেট্রল মডেলের যে হিমালয়ান 411 এবং হিমালয়ান 450 রয়েছে তার থেকে অনেকটাই আলাদা এই মোটরসাইকেল। বেশ রাফ অ্যান্ড টাফ লুকের মোটরবাইক রয়্যাল এনফিল্ড ইলেকট্রিক। এটি ভবিষ্যতের মডেলগুলির জন্য একটি পরীক্ষামূলক মডেল হতে চলেছে

বাইকটি দেখতে নতুন 452 হিমালয়ানের মতো দেখতে একটি বৃহত্তর উইন্ডস্ক্রিন এবং অনুরূপ এলইডি লাইটের সঙ্গে। রয়্যাল এনফিল্ড হিমালয়ের প্যাকেজিং নিয়েও ব্যাপকভাবে কাজ করেছে। যার অর্থ এই বৈদ্যুতিক কনসেপ্টটি একটি ইন-হাউস ডিজাইন করা ব্যাটারি বক্স রয়েছে যা জৈব ফ্ল্যাক্স ফাইবার কম্পোজিট বডিওয়ার্কের মতো নতুন উপকরণগুলির সাথে মূল কাঠামো হিসাবে কাজ করে। বাইকে দেখা গিয়েছে গোল্ডেন আপসাইড ডাউন ফর্ক সাসপেনশন এবং গ্যাস চার্জ মনোশক। ব্রেকিংয়ের ক্ষেত্রে দু চাকাতেই রয়েছে ডিস্ক ব্রেক। বাইকে 21/17 ইঞ্চির স্পোক হুইল পাওয়া যাবে। যদিও এটি একটি কনসেপ্ট। এই বাইকে আগামী দিনে অনেক পরীক্ষা-নিরীক্ষা করবে সংস্থা।

আরও পড়ুন: বিশ্ববাজারের জন্য ভারতে আইফোন তৈরি করবে টাটা গ্রুপ

বর্তমানে, এই বৈদ্যুতিক রয়্যাল এনফিল্ডের লঞ্চ টাইমলাইন সম্পর্কে কোনও বিশদ বিবরণ শেয়ার করেনি কোম্পানি। আমরা 2025 সালের মধ্যে প্রথম বৈদ্যুতিক রয়্যাল এনফিল্ড লঞ্চ করার আশা করছি, কারণ এতে এখনও অনেক পরীক্ষা করা বাকি আছে। এটি রয়্যাল এনফিল্ডের একটি সাহসী পদক্ষেপ। ভিন্ন ধরনের এই বাইকের প্রিভিউ মডেল চালু করা হয়েছে। যদিও এর ডিজাইন এখনও ক্লাসিক টাচ ধরে রেখেছে। রয়্যাল এনফিল্ড এছাড়াও EICMA 2023 শোতে নতুন হিমালয়ান 452 প্রদর্শন করেছে, যেটিতে বেশ কিছু নতুন আপডেটও রয়েছে।

ইতালির মিলান শহরে অনুষ্ঠিত হয়েছে 2023 EICMA। 7 নভেম্বর থেকে ১২ নভেম্বর পর্যন্ত চলবে এই অটো প্রদর্শনী। যেখানে বিশ্বজুড়ে একাধিক ব্র্যান্ড তাদের নতুন দু চাকা ও চার চাকা সামনে এনেছে। ভারতীয় সংস্থার মধ্যে রয়্যাল এনফিল্ড এবং হিরো মোটোকর্প নতুন টু হুইলারের ঘোষণা করবে এখানে।

দেখুন আরও অন্য খবর :

Banarhat News| বিপুল পরিমাণ নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার বানারহাটে, গায়েরকাটা থেকে গ্রেফতার বিজেপি নেতা

RELATED ARTICLES

Most Popular

Recent Comments