Placeholder canvas
HomeScrollGoogle এর এই প্রযুক্তিতে বিনা পরিশ্রমে তৈরি হবে ভিডিয়ো

Google এর এই প্রযুক্তিতে বিনা পরিশ্রমে তৈরি হবে ভিডিয়ো

লুমিয়ার একটি টেক্সট-টু-ভিডিয়ো জেনারেশন মডেল

Follow Us :

গুগল (Google) সম্প্রতি আরও এক নতুন প্রযুক্তি চালু করেছে। এই প্রযুক্তিতে আপনি যে কোনও বিষয়ে একটি টেক্সটের মাধ্যমে ভিডিয়ো বানাতে পারবেন। এই এআই প্রযুক্তির নাম দেওয়া হয়েছে লুমিয়ার (Lumiere)।

লুমিয়ার হল একটি টেক্সট-টু-ভিডিয়ো জেনারেশন মডেল। এই প্রযুক্তিতে আপনি যে ধরনের ভিডিয়ো চাইছেন, ঠিক তেমনই তৈরি করবে। আপনার সম্পর্কিত বিষয়টি টেক্সটে লিখতে হবে। তারপর লুমিয়ার নিজের থেকেই ভিডিও তৈরি করে দেবে। এছাড়াও যেকোনও ছবি দিয়ে মোশন ভিডিয়ো তৈরি করতে পারবেন। প্রযুক্তিটি স্পেস-টাইম-ইউ-নেট আর্কিটেকচারের সাহায্যে কাজ করে। তাই শুধু টেক্সট লেখা প্রয়োজন হয়। সেই লেখা দেখেই তৈরি করবে ভিডিয়ো।

আরও পড়ুন: বিজ্ঞাপনের জন্য নতুন টুল তৈরি করল Google

কী ভাবে তৈরি করবেন ভিডিয়ো?

গুগল এআই প্লাটফর্মে গিয়ে লুমিয়ার ট্যাবে যেতে হবে। তারপর ক্রিয়েট অপশনে যেতে হবে। বিষয় বেছে নিতে হবে। ভিডিয়োটির জন্য আপনার প্রয়োজনীয় তথ্য লিখতে হবে। তারপর ক্রিয়েট অপশনে ক্লিক করুন। কয়েক মিনিটে তৈরি হবে ভিডিয়ো। তবে এই প্রযুক্তিতে এখনও অনেক ডেভলপমেন্ট বাকি আছে।

আরও অন্য খবর দেখুন

RELATED ARTICLES

Most Popular

Recent Comments