skip to content
Saturday, July 27, 2024

skip to content
HomeBig newsমঙ্গলবার পর্যন্ত দক্ষিণে তাপপ্রবাহ, উত্তরে ভারী বৃষ্টির পূর্বাভাস
Weather Updates

মঙ্গলবার পর্যন্ত দক্ষিণে তাপপ্রবাহ, উত্তরে ভারী বৃষ্টির পূর্বাভাস

Follow Us :

কলকাতা: বঙ্গে বর্ষার কোনও লক্ষণ নেই। প্রতিদিনই বাড়ছে তাপমাত্রা। শনিবার দক্ষিণবঙ্গে ফের তাপপ্রবাহের পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিস জানিয়েছে, শনিবার থেকে মঙ্গলবার রাজ্যের চার জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি থাকবে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও আর্দ্রতাজনিত অস্বস্তি চরমে উঠবে।গড় তাপমাত্রা আরও ২ থেকে ৩ ডিগ্রি বাড়বে। আগামী সপ্তাহের আগে দক্ষিণবঙ্গে মৌসুমি বায়ুর প্রবেশের সম্ভাবনা কম রয়েছে বলে জানিয়ছে আলিপুর।

আবহাওয়া দফতর আরও জানিয়েছে, শনি ও রবিবার পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়া এই তিন জেলাতে তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে। সোমবার থেকে পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়ার সঙ্গে বীরভূম জেলাতেও তাপপ্রবাহ চলবে। মঙ্গলবার পর্যন্ত গরম ও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে। শনিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। কলকাতার শনিবার সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রার পরিমাণ যথাক্রমে ৩৭.১ ডিগ্রি এবং ২৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় বেশি।

আরও পড়ুন: গোষ্ঠীদ্বন্দ্বের কারণেই হার, এবার বিষ্ফোরক কৃষ্ণনগরের বিজেপির অমৃতা

এদিকে শনিবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৪০ কিমি বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরের জেলাগুলিতে।

দেখুন আরও অন্যান্য খবর:

RELATED ARTICLES

Most Popular