আলিপুরদুয়ার: ডুয়ার্সে (Dooars) ট্রেনের (Train) ধাক্কায় মৃত্যু হল এক যুবকের। ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার (Alipurduar) জেলার কালচিনি ব্লকের হ্যামিল্টনগঞ্জ পাঁচমোড় এলাকায়। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। মৃত যুবকের নাম রোহিত ওঁরাও। তিনি কালচিনি টলি লাইন এলাকার বাসিন্দা। শনিবার পাঁচমোড় এলাকায় শিলিগুড়ি থেকে আলিপুরদুয়ারগামী মাল বোঝাই ট্রেন তাঁকে ধাক্কা মারে। এরপর ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। ঘটনার খবর পেয়ে ঘতদন্ত শুরু করেছে হাসিমারা আরপিএফ। পরবর্তীতে আলিপুরদুয়ার থেকে জিআরপি এসে মৃতদেহ উদ্ধার করে।
স্থানীয় সূত্রের খবর, ওই যুবক যে মেয়েটিকে বিয়ে করেছেন তিনি আগে থেকেই বিবাহিত। তাঁরা দুজনে একসঙ্গে দিল্লিতে কাজ করছিলেন। এবং হঠাৎ দিল্লি থেকে ফিরে এসে তাঁর স্ত্রী সম্ভবত অন্য স্বামীর কাছে গিয়ে বলেন যে তিনি তাঁর বাবা-মায়ের বাড়িতে যাচ্ছেন। স্ত্রী ছেড়ে চলে যাওয়াতে খুবই চিন্তায় ছিলেন ওই যুবক। ঘটনার তদন্ত করছে আরপিএফ।
আরও পড়ুন: শিয়ালদহে ট্রেন বাতিল, যাত্রীদের ভোগান্তি কমাতে অফিস টাইমে বাড়তি ৪ মেট্রো
আরও খবর দেখুন