skip to content
Sunday, July 7, 2024

skip to content
HomeকলকাতাKMC Election 2021: ফিরহাদ হাকিম, দেবাশিস কুমারের বিরুদ্ধে বিজেপির মুখ কারা?

KMC Election 2021: ফিরহাদ হাকিম, দেবাশিস কুমারের বিরুদ্ধে বিজেপির মুখ কারা?

Follow Us :

কলকাতা: বৃহস্পতিবার কলকাতা পুরভোটের (KMC Election 2021) বিজ্ঞপ্তি প্রকাশ করে রাজ্য নির্বাচন কমিশন। শুক্রবার দুপুরে প্রার্থী তালিকা প্রকাশ করেছিল বামফ্রন্ট। সে দিন রাতে শাসক দল তৃণমূল কংগ্রেসও প্রার্থীদের নাম ঘোষণা করেছিল। তার পর কংগ্রেসও জানিয়ে দেন, কারা লড়ছেন হাত চিহ্নে। বিজেপি কবে প্রার্থী তালিকা প্রকাশ করে সে দিকে নজর ছিল রাজনৈতিক মহলের। মনোনয়ন জমার দেওয়ার শেষ দিনের ৪৮ ঘণ্টা আগে সোমবার দুপুরে কলকাতা পুরভোটে (Kolkata Municipal Corporation elections) প্রার্থীদের নাম ঘোষণা করল বিজেপি।   

বিধানসভা ভোটে গেরুয়া শিবির বেশ কয়েক দফায় প্রার্থী তালিকা প্রকাশ করেছিল। প্রতি দফাতেই একাধিক চমক ছিল। পুরনো নেতাদের থেকে গুরুত্ব পেয়েছিলেন দলবদলু নেতা ও সেলিব্রিটিরা। তবে পুরভোটে সেই পথে হাঁটল না তারা। বিজেপির প্রার্থী তালিকায় তেমন কোনও চমক নেই। নেই হেভিওয়েট নেতা কিংবা সেলিব্রিটিদের নাম। তালিকায় তরুণ মুখ ৪৮ জন। মহিলা রয়েছেন ৫০। পাঁচ জন আইনজীবী, এক জন প্রাক্তন সেনা আধিকারিক, তিন জন চিকিৎসক এবং চার জন শিক্ষক রয়েছেন।

কলকাতা পুরভোটে ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং ও বঙ্গ বিজেপির অন্যতম দুই নেতা রাজু বন্দ্যোপাধ্যায় এবং জ্যোতির্ময় সিংহ মাহাতোকে দায়িত্ব দেওয়া হয়েছিল। কিন্তু বিজেপির প্রার্থী তালিকা নিয়ে ডাকা শনিবারের বৈঠক এড়ান তাঁরা। রবিবার হেস্টিংস দফতরে তালিকা চূড়ান্ত করতে দুই প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিংহ এবং দিলীপ ঘোষকে নিয়ে বৈঠকে করেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সেখানেই তালিকা চূড়ান্ত হয়। সোমবার সাংবাদিক সম্মেলন করে তালিকা ঘোষণা করা হয়।

আরও পড়ুন: Arjun Singh BJP: পুরভোট নিয়ে বিজেপির বৈঠক, যোগ দিলেন না অর্জুন সিং

তালিকায় নতুন মুখ ছাড়াও বেশ কিছু পোড়খাওয়া রাজনীতিকও রয়েছেন। কয়েকজন দলবদলু তালিকায় ঠাঁই পেলেও প্রাধান্য দেওয়া হয়েছে পুরনো কর্মীদের। উল্লেখযোগ্য ভাবে ৫০ জন মহিলাকেও টিকিট দিয়েছে গেরুয়া শিবির। ৮২ নম্বর ওয়ার্ডে তৃণমূলের হেভিওয়েট প্রার্থী রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমের বিরুদ্ধে লড়ছেন দক্ষিণ কলকাতা তফশিলি মোর্চার সভাপতি প্রদীপ সোনকার। ২০১৩ সাল থেকে বিজেপি করছেন তিনি। সেই অর্থে দলের পুরনো কর্মী বলা চলে তাঁকে।

কলকাতা পুরভোটের প্রার্থী তালিকা ঘোষণা করছে বিজেপি

কলকাতা টিভি ডিজিটালকে প্রদীপ বলেন, ‘কর্মীরা চেয়েছেন বলেই দল প্রার্থী করেছে। গুরুদায়িত্ব দিয়েছে। তার মর্যাদা রাখার চেষ্টা করব। এই ওয়ার্ডে ভ্যাকসিনের টোকেন দেওয়ার নামে হাজার হাজার টাকা তোলা হয়েছে। যারা টাকা তুলেছেন, তাঁদের সঙ্গেই ঘুরছেন ফিরহাদ হাকিম। বোঝাই যাচ্ছে, ওই টাকার ভাগ তিনিও পেয়েছেন। ওনাকে খুব ভালো, ভদ্রলোক, কাজের লোক ভাবতাম। কিন্তু উনি যা করছেন, তা মানা যায় না।’ ওয়ার্ডে অবাধে সিন্ডিকেট, তোলাবাজি চলছে বলেও অভিযোগ করেন প্রদীপ।  

আরও পড়ুন: Kolkata Municipal Election 2021: ১৯ ডিসেম্বর কলকাতা পুরসভায় ভোট, জারি বিজ্ঞপ্তি

৮৫ নম্বর ওয়ার্ডে তৃণমূলের আগের হেভিওয়েট প্রার্থী দেবাশিস কুমারের বিরুদ্ধে বিজেপি প্রার্থী করেছে রুবি মুখোপাধ্যায়কে। এর আগে গত পুরসভা নির্বাচনে কংগ্রেসের টিকিটে ৮৪ নম্বর ওয়ার্ড থেকে লড়েছিলেন তিনি। ২০১৭ সালে কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেন। কলকাতা টিভি ডিজিটালকে রুবি বলেন, ‘দল আমাকে যোগ্য মনে করেছে বলে প্রার্থী করেছে। রাজ্য নেতৃত্বের মর্যাদা রাখার চেষ্টা করব। সকলের খাদ্য, সকলের বাসস্থান এবং সকলের রোজগারকেই প্রচারে হাতিয়ার করব।’ 

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
Yogi Adityanath | Bhole Baba | ভোলে বাবার আশ্রমে বুলডোজার চালাবে যোগী প্রশাসন?
00:00
Video thumbnail
Jagannath Rath Yatra 2024 | রথ বেরোতেই বিরল ঘটনা পুরীতে! কী হল দেখুন
00:00
Video thumbnail
Mayawati | লোকসভা নির্বাচনের পর মায়াবতীর প্রথম ভাষণ, কী বললেন শুনুন
00:00
Video thumbnail
Mukul Roy | ক্রমেই সুস্থ হচ্ছেন মুকুল রায়, কলকাতা টিভিকে জানালেন মুকুল পুত্র শুভ্রাংশু
00:00
Video thumbnail
Yogi Adityanath | Rahul Gandhi | যোগীকে চিঠি রাহুলের, কী নিয়ে? দেখুন বড় আপডেট
00:00
Video thumbnail
পলিট্রিক্সের গ্রিনরুম (পর্ব ১২) | দিল্লির বাম নেতাদের ঐতিহাসিক ঔদ্ধত্য
00:00
Video thumbnail
Mamata Banerjee | Iscon | Rath Yatra | ইসকনের রথযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়, দেখুন লাইভ ভিডিও
00:00
Video thumbnail
RathYatra | দেশজুড়ে মহাসমারোহে পালিত হচ্ছে রবিবাসরীয় রথ
04:45
Video thumbnail
Bengaluru | বাংলার ছাত্রীর করুণ অবস্থা বেঙ্গালুরুতে
05:05
Video thumbnail
Barasat | ৩৪ হাজারের মুক্তিপণ ৩ লাখ! অবাক করা ঘটনা দেখুন
02:39