Placeholder canvas

Placeholder canvas
HomeScrollসন্দেশখালিতে এখনই বড় সমাবেশ করছে না তৃণমূল
TMC Meeting In Sandeshkhali

সন্দেশখালিতে এখনই বড় সমাবেশ করছে না তৃণমূল

১০ মার্চ শাসকদলের জনগর্জন সভার দিনই সন্দেশখালিতে সভা করতে চায় সিপিএম

Follow Us :

কলকাতা: আপাতত তৃণমূল সন্দেশখালিতে কোনও বড় সমাবেশ করছে না। শাসকদলের এখন নজর ১০ মার্চ ব্রিগেডের জনগর্জন সভার দিকে। একশো দিনের টাকার দাবিতে ওই সভা হবে বলে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় রবিবার জানিয়েছেন। তিনি বলেন, পরিস্থিতি স্বাভাবিক হলে সন্দেশখালিতে সভা করবে তৃণমূল। এখন সেখানে গিয়ে আমরা অশান্তি পাকাতে চাই না। তাঁর অভিযোগ, বিরোধীরা অশান্তি সৃষ্টির লক্ষ্য নিয়েই রোজ সন্দেশখালিতে যাচ্ছে।

এদিকে ১০ মার্চই সন্দেশখালিতে সভা করতে চায় সিপিএম। রবিবার সিপিএমের উত্তর ২৪ পরগনা জেলা নেতৃত্ব জেলা পুলিশের কাছে অনুমতি চেয়েছে। পুলিশ কর্তারা মৌখিকভাবে বাম নেতাদের জানিয়ে দিয়েছেন, পরিস্থিতি স্বাভাবিক হলে সব দেখা যাবে। সিপিএমের সম্পাদকমণ্ডলীর সদস্য পলাশ দাস জানিয়েছেন, পুলিশ অনুমতি দিক বা না দিক, ১০ তারিকে সভা হবেই।

আরও পড়ুন: শাহজাহানকে গ্রেফতার করতে পারবে রাজ্য পুলিশ, জানিয়ে দিল হাইকোর্ট

সন্দেশখালি নিয়ে এখন বিজেপিকেই রাস্তায় দেখা যাচ্ছে। সেই তুলনায় সিপিএমের উপস্থিতি সেখানে কম। শনিবার ডিওয়াইএফের রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায় এবং রাজ্য সভাপতি ধ্রুবজ্যোতি সাহা পুলিশের চোখ এড়িয়ে সন্দেশখালিতে ঢুকে যান। ঘণ্টা চারেক পর পুলিশ তাঁদের ধরে ফেলে। আটকে দেয় যুব নেতা-নেত্রীদের। তা নিয়ে মীনাক্ষীরা পুলিশের সঙ্গে বচসায়ও জড়ান। বিজেপির সক্রিয়তা দেখে সিপিএমও এবার সন্দেশখালিকে কেন্দ্র করে লাগাতার কর্মসূচি নিতে চলেছে। আগামিকাল বাম সমর্থক শিল্পী, সাহিত্যিক, বুদ্ধিজীবীরা সন্দেশখালি যাবেন। ২৯ ফেব্রুয়ারি বামফ্রন্ট নেতাদের যাওয়ার কথা সেখানে। সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমও থাকবেন ওই দলে। পুলিশের চোখে ধুলো দিয়ে সন্দেশখালিতে যাওয়ার জন্য মীনাক্ষীদের সেলিম অভিনন্দনও জানান।

শাসকদল আগে ঠিক করেছিল, ৩ মার্চ তারা সন্দেশখালিতে সভা করবে। খোদ জেলা সভাধিপতি নারায়ণ গোস্বামী সংবাদমাধ্যমকে ওই কথা জানিয়েছিলেন। গত ১৮ ফেব্রুয়ারি সেচমন্ত্রী এবং দমকলমন্ত্রী সুজিত বসু তার প্রস্তুতি নিয়ে সন্দেশখালিতে বৈঠকও করেন। রবিবার অভিষেক জানান, সন্দেশখালিতে এখন বড় সভা নয়। ১০ মার্চ জনগর্জন সভা হবে ব্রিগেডে। তবে তার ইস্যু সন্দেশখালি নয়, একশো দিনের কাজের টাকার দাবি। তৃণমূলের অন্দরের খবর, সন্দেশখালির এখন যা পরিস্থিতি, তাতে এই মুহূর্তে শাসকদল সেখানে বড় সমাবেশ করার ঝুঁকি নিতে চাইছে না। তাই ঠিক হয়েছে, ৩ মার্চ সন্দেশখালিতে জনগর্জন সভার প্রস্তুতি সভা হবে।

দেখুন আরও অন্যান্য খবর: 

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
Abhishek Banerjee | ঘাটালে দেবের প্রচারে অভিষেক, নাম না করে হিরণকে আক্রমণ
03:05
Video thumbnail
Contai | কাঁথির বালিসাইতে বিজেপির উপর 'হামলা', মারধর ও গাড়ি ভাঙচুরের অভিযোগ
01:48
Video thumbnail
ED | ফের প্রশ্নের মুখে ইডির ভূমিকা, বিরোধীশূন্য সরকার গড়তেই কি ইডি-তাস বিজেপির?
02:29
Video thumbnail
বাংলার ৪২ | ঝাড়গ্রামে এগিয়ে কোন দল?
06:34
Video thumbnail
Abhijit Ganguly | কমিশনে উত্তর দেব, মুখ্যমন্ত্রীর দাম নিয়ে 'কুকথা' অভিজিতের
02:56
Video thumbnail
Somenath Shyam | 'শান্তি ফেরাতে হলে পার্থকে ভোট দিতেই হবে', কলকাতা টিভির মুখোমুখি সোমনাথ শ্যাম
05:06
Video thumbnail
Suvendu Adhikari | 'মামলা, হামলা করে পার পাবে না তৃণমূল', কাঁথিতে পুলিশকে হুমকি শুভেন্দুর
06:49
Video thumbnail
Tapas Roy | বরানগরে বিজেপির সভায় ধুন্ধুমার, তাপস রায়কে 'গো ব্যাক' স্লোগান
04:36
Video thumbnail
Loksabha Election | এবার ভোটেও শুরু হল পুরস্কার প্রদান, সুস্থ রাজনৈতিক সংস্কৃতির লক্ষ্যে পুরস্কার
01:08
Video thumbnail
Baranagar BJP | বরানগরে বিজেপির সভায় ধুন্ধুমার, বিজেপি-তৃণমূল হাতাহাতি, ধস্তাধস্তি
06:53