skip to content
Saturday, July 27, 2024

skip to content
Homeলিডধোনির পাড়াতেই সিরিজ পকেটে পুরল ভারত
India vs England

ধোনির পাড়াতেই সিরিজ পকেটে পুরল ভারত

অসাধারণ অধিনায়কত্ব করলেন স্টোকস, তবে শেষ হাসি হাসলেন রোহিত শর্মাই

Follow Us :

রাঁচি: এম এস ধোনির (MS Dhoni) পাড়াতেই সিরিজ জিতল ভারত। লাঞ্চের পর পরপর দুই বলে রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja) এবং সরফরাজ খান (Sarfaraz Khan) আউট হয়ে যাওয়ায় একটা আতঙ্ক তৈরি হয়েছিল। শুভমান গিল (Shubman Gill) এবং ধ্রুব জুরেল (Dhruv Jurel) কোনও বিপদ ঘটতে দিলেন না। ঠান্ডা মাথায় ম্যাচ বের করলেন। শেষের দিকে তো চার-ছয় মারতে থাকলেন দুজনে। ভারত চতুর্থ টেস্ট জিতল পাঁচ উইকেটে এবং এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ পকেটে পুরল।

দ্বিতীয় দিনের শেষে রাঁচি টেস্টের সম্পূর্ণ নিয়ন্ত্রণে ছিল ইংল্যান্ড। সেখান থেকে ম্যাচ জয়ের নেপথ্যে দুটি বিষয়। এক, ভারতের প্রথম ইনিংসে ১৭৭/৭ থেকে ৩০৭ করা। যার প্রধান কৃতিত্ব তরুণ উইকেটকিপার ব্যাটার জুরেল। প্রশংসার দাবি রাখে কুলদীপ যাদবের (Kuldeep Yadav) লড়াইও। এই দু’জনের ৭৬ রানের জুটি ভারতকে লড়াইয়ে রেখেছিল।

আরও পড়ুন: চেলসিকে হারিয়ে লিগ কাপ চ্যাম্পিয়ন লিভারপুল

ম্যাচে এগিয়ে যাওয়ার কৃতিত্ব অশ্বিন-কুলদীপের দুরন্ত বোলিং। ইংল্যান্ড ২০০ করতে পারলেই লিড ২৫০-র কাছে চলে যেত। কিন্তু বেন স্টোকসদের স্পিনের জালে ফাঁসিয়ে মাত্র ১৪৫ রানে শেষ করে দেন ভারতীয় স্পিনাররা। যে কারণে জয়ের জন্য লক্ষ্যমাত্রা ২০০-র নীচে চলে আসে।

ইংল্যান্ডের প্রাণপণ লড়াইয়েরও প্রশংসা করতে হবে। শেষ বল পর্যন্ত লড়াই করে গিয়েছে তারা। তরুণ, অনভিজ্ঞ, এই সিরিজেই অভিষেককারী দুই স্পিনার শোয়েব বশির এবং টম হার্টলি সাধ্যমতো চেষ্টা করেছেন। পাঁচ উইকেট তুলে ভারতীয় ব্যাটিংয়ে কাঁপন ধরিয়ে দিয়েছিলেন। অসাধারণ অধিনায়কত্ব করলেন স্টোকস, তবে শেষ হাসি হাসলেন রোহিত শর্মাই (Rohit Sharma)।

দেখুন অন্য খবর:

RELATED ARTICLES

Most Popular