লন্ডন: কারাবাও কাপ (Carabao Cup) জিতল লিভারপুল (Liverpool FC)। ৯০ মিনিট পর্যন্ত গোলশূন্য থাকার পর খেলা অতিরিক্ত সময়ে গড়ায়। এক্সট্রা টাইমেও গোল হচ্ছিল না, খেলা টাইব্রেকারে যাবে মনে হচ্ছিল। ১১৮ মিনিটের মাথায় জয়সূচক গোল করেন অধিনায়ক ভার্জিল ভ্যান ডাইক (Virgil Van Dyke)। বিদায়ী কোচ মরসুমের প্রথম ট্রফি উপহার দিলেন অধিনায়কই। যা পেয়ে উচ্ছ্বসিত জুর্গেন ক্লপ (Jurgen Klopp) বলছেন, এটা তাঁর জেতা সবচেয়ে স্পেশ্যাল ট্রফি।
আরও পড়ুন: হিরো নহি বননে কা, সরফরাজকে বকুনি রোহিতের
২০১৫ সালের ৮ অক্টোবর লিভারপুলের দায়িত্বে এসেছিলেন ক্লপ। তাঁর আমলে ফের ট্রফি জেতা শুরু করে দল। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ (UCL), বহু প্রতীক্ষিত প্রিমিয়ার লিগ (Premier League), এফএ কাপ (FA Cup) এবং এই লিগ কাপ বা কারাবাও কাপও জিতেছেন জার্মান কোচ। কিন্তু এ মরসুমের শেষে ক্লাব ছাড়বেন বলে জানিয়ে দিয়েছেন তিনি। ফলে খেলোয়াড়দের মধ্যে বাড়তি আবেগ, বাড়তি তাগিদ। গুরুকে ট্রফি দিয়েই বিদায় জানাতে চান শিষ্যরা।
Pure joy. #TeamPixel #AD pic.twitter.com/hQDs0bJMf8
— Liverpool FC (@LFC) February 25, 2024
এ বছর ম্যাক্সিমাম চারটে ট্রফি জিততে পারে লিভারপুল। কারাবাও কাপ জেতা হয়ে গেল। এছাড়া ইউরোপা লিগে নক আউটে গিয়েছে তারা, এফএ কাপের পঞ্চম রাউন্ডে এবং প্রিমিয়ার লিগে এখন পর্যন্ত শীর্ষে আছে।
চ্যাম্পিয়ন হওয়ার পর ক্লপ বললেন, “আমার থেকে বেশি সময়ে অনেকে দায়িত্ব সামলেছেন। তবে আমার ২০ বছরের কেরিয়ারে এটাই সবথেকে স্পেশ্যাল ট্রফি। এই জয়ের সঙ্গে জড়িত সবার জন্য গর্বিত আমি। গর্বিত সমর্থকদের জন্য যাঁরা সারাক্ষণ আমাদের উদ্বুদ্ধ করে গিয়েছেন।” কেরিয়ারে অনেক বড় ট্রফি জিতেছেন ক্লপ অথচ কারাবাও কাপ জয়কে সেরা বলছেন। বিদায়ের আগে আবেগে ভাসছেন তিনি তাতে সন্দেহ নেই। শেষ মরসুমে প্রিমিয়ার লিগ জয় হতে পারে তাঁর জন্য সেরা উপহার।
দেখুন অন্য খবর: