skip to content
Saturday, July 27, 2024

skip to content
Homeকলকাতাএইদিন ১টা থেকে বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু, জেনে নিন
Vidyasagar Setu

এইদিন ১টা থেকে বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু, জেনে নিন

মেরামতের কাজের জন্য ১টা থেকে ৩টা পর্যন্ত বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু

Follow Us :

কলকাতা: ফের বন্ধ রাখা হচ্ছে বিদ্যাসাগর সেতু (Vidyasagar Setu)। আগামী ২৭ ফেব্রুয়ারি বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু। এইদিন সেতুর উপর দিয়ে সম্পূর্ণভাবে এই সেতুর উপর দিয়ে যান চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেতু ব্যবহারকারী গাড়িগুলিকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২০২৩-এর নভেম্বর থেকে এই সেতুর রক্ষণাবেক্ষণের কাজ করা হচ্ছে। সেই কাজের জন্যেই সেতু বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। 

আরও পড়ুন: কারার ওই লৌহকপাট, ভেঙে ফেল কর রে লোপাট (পর্ব-৯)

কলকাতা পুলিশের পক্ষ থেকে জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, ২৭ ফেব্রুয়ারি রাত ১টা থেকে ৩টা পর্যন্ত বিদ্যাসাগর সেতু, খিদিরপুর রোড, জিরুত আইল‍্যান্ড, সেন্ট জর্জ গেট রোড এবং স্‍ট্র‍্যান্ড রোডে সমস্ত ধরনের যান চলাচল সীমাবদ্ধ থাকবে। বিদ্যাসাগর সেতুর জন্য খিদিরপুরের দিক থেকে সিজিআর রোড ধরে আসা সমস্ত ধরণের যানবাহনকে পূর্বমুখী করা হবে, হেস্টিংস ক্রসিং থেকে সেন্ট জর্জেস গেট রোড হয়ে স্ট্র্যান্ড রোড-হাওড়া ব্রিজ থেকে বাঁদিকে ঘুরিয়ে দেওয়া হবে।

আরও পড়ুন: ফের উত্তাল সন্দেশখালি, বিক্ষোভে মুখে গামছা বাঁধা এরা কারা?

জানা যাচ্ছে, এদিন খিদিরপুর থেকে সিজিআর রোড ধরে আসা গাড়িগুলোকে হেস্টিংসের দিকে ঘোরানো হবে স্ট্যান্ড রোড এবং হাওড়া ব্রিজ ধরার জন্য। এজেসি বোস রোড, জিরাট আইল্যান্ড থেকে আসা গাড়িগুলোকে গ্রেড রোড দিয়ে হেস্টিংস ক্রসিংয়ের দিকে ঘুরিয়ে দেওয়া হবে। যাতে যানবাহন গুলি স্ট্যান্ড রোড, হাওড়া ব্রিজ ধরে যেতে পারে। কলকাতা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে দুই ঘণ্টার জন্য ঘুরপথে ট্রাফিক নিয়ন্ত্রণ করা হবে। তিনটের পর থেকে যান চলাচল ফের স্বাভাবিক হবে।

আরও খবর দেখুন

RELATED ARTICLES

Most Popular