৫ জি পরিষেবা চালু করার বিরুদ্ধে এগিয়ে এলেন অভিনেত্রী ও পরিবেশ কর্মী জুহি চাওলা। পরিবেশ নিয়ে তিনি যথেষ্ট সচেতন। কাজ করেন বিভিন্ন এনজিওর সঙ্গে। ৫ জি পরিষেবা চালু করার বিরুদ্ধে আদালতে গেলেন জুহি চাওলা। ডিজিটাল ইন্ডিয়া প্রযুক্তিকে আরও উন্নত করতে ৫ জি চালু করার কথা ভেবেছে নরেন্দ্র মোদি সরকার। যদিও অনেকেই মনে করছেন এটি চালু হলে বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের ওপর শারীরিকভাবে এর অত্যন্ত খারাপ প্রভাব পড়বে। তাই জুহি চাওলা আজ সোমবার দিল্লি হাইকোর্টে ৫ জির বিরুদ্ধে একটি জনস্বার্থ মামলা দায়ের করেছেন। যার শুনানি হবে আগামী ২জুন। টেলিকম সংস্থা গুলি সারা বিশ্বজুড়ে সরকারের সাহায্য নিয়ে গোটা বিশ্বে ৫ জি পরিষেবা চালু করার কথা ভাবছে। এমনকি বাজারে বেশ কিছু মোবাইল প্রস্তুতকারক সংস্থা নিয়ে এসেছে ৫ জি মোবাইলও। অন্যান্য দেশের মতো নতুন এই পরিষেবা চালু করার কথা ভাবছে ভারতও।সংবাদমাধ্যমকে জানিয়েছেন, “আমরা দেশের প্রযুক্তিগত উন্নতির বিরুদ্ধে নই। কিন্তু বেশ কিছু সমীক্ষা পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে জানা গেছে মানুষ ও পশু পাখিদের শরীরে এর রেডিয়েশন কতটা ক্ষতিকারক। “অন্যদিকে সেলুলার অপারেটর অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার ডাইরেক্টর জেনারেল এস পি কোচার জানিয়েছেন, “বিশ্বের অনেক দেশই কোন রকম সমস্যা ছাড়াই এই নেটওয়ার্ক সুবিধা উপভোগ করছে। আর এই প্যানডেমিকের সময় এই পরিষেবা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই তাদের মত। কেননা এখন ওয়ার্ক ফ্রম হোম, অনলাইন ক্লাস এবং চিকিৎসা পরিষেবা মিলছে টেলিযোগাযোগ ব্যবস্থার মাধ্যমে অর্থাৎ অনলাইনে।”
Html code here! Replace this with any non empty text and that's it.