Placeholder canvas

Placeholder canvas
Homeআন্তর্জাতিকSalman Rushdie: নিউ ইয়র্কে সলমন রুশদির উপর হামলা, গ্রেফতার ১

Salman Rushdie: নিউ ইয়র্কে সলমন রুশদির উপর হামলা, গ্রেফতার ১

Follow Us :

নিউ ইয়র্ক: ফের দুষ্কৃতী-হামলায় গুরুতর জখম হলেন বুকারজয়ী লেখক সলমন রুশদি। শুক্রবার শতকা ইনস্টিটিউশনে ৭৫ বছর বয়সি সলমন রুশদির উপর হামলা করা হয়। গুরুতর জখম অবস্থায় তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তড়িঘড়ি খালি করে দেওয়া হয় গোটা প্রেক্ষাগৃহ। নিউ ইয়র্ক পুলিশ সূত্রে খবর, গ্রেফতার করা হয়েছে ওই হামলাকারীকে। ধৃতকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন শতকা ইনস্টিটিউশনের একটি অনুষ্ঠানে মঞ্চে ভাষণ দিচ্ছিলেন তিনি। সেই সময় হঠাৎই একজন ছুরি দিয়ে তাঁর উপর চড়াও হয়। গুরুতর আহত হয়ে মঞ্চেই লুটিয়ে পড়েন তিনি। তাঁকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে।

রুশদির দ্য স্যাটানিক ভার্সেস বইয়ের জন্যই এই হামলা বলে মনে করছেন নিউ ইয়র্ক পুলিশ। এর আগেও ১৯৮৯ সালের ১৪ ফেব্রুয়ারি তাঁর নামে মৃত্যু পরোয়ানা জারি করা হয়েছিল। ওই বইয়ের কারণে নব্বইয়ের দশকে ইতালির মিলানে রুশদির উপর হামলা চালানো হয়।

RELATED ARTICLES

Most Popular