Placeholder canvas

Placeholder canvas
Homeজেলার খবরAnubrata Mandal: জামিনের আবেদন খারিজ, পুজোয় জেলেই কেষ্ট

Anubrata Mandal: জামিনের আবেদন খারিজ, পুজোয় জেলেই কেষ্ট

Follow Us :

বীরভূম: পুজোয় জেলেই থাকতে হচ্ছে কেষ্ট মণ্ডলকে। গরু পাচার মামলায় গ্রেফতার হওয়া তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলকে বুধবার জেল হেফাজতের নির্দেশ দিল আসানসোলে সিবিআইয়ের বিশেষ আদালত। মামলার পরবর্তী শুনানি দশমী অর্থাৎ ৫ অক্টোবর। এদিন এই নির্দেশ দিয়েছেন সিবিআইয়ের বিশেষ বিচারক রাজেশ চক্রবর্তী। 

১৪ দিনের জেল হেফাজতের মেয়াদ শেষে বুধবার অনুব্রত মণ্ডলকে আদালতে পেশ করে সিবিআই। আইনজীবী সন্দীপন গঙ্গোপাধ্যায় এবং আইনজীবী অনির্বাণ গুহঠাকুরতা মক্কেল অনুব্রতর জামিনের আবেদন করেন। গরু পাচার কাণ্ডে অভিযুক্তদের কেউ কেউ ৩০ দিন বা ৩২ জেলে থেকেছেন। কেউ আবার বিনা জেল হেফাজতে জামিন পেয়েছেন। যদিও সেইসব আবেদন সম্পূর্ণ উড়িয়ে দেন রাজেশ চক্রব্রতী। 

আরও পড়ুন: Calcutta High Court: গ্রুপ সি-র ৩৫০ জনের চাকরি বাতিল, নতুন নিয়োগের বিজ্ঞপ্তি জারির নির্দেশ হাই কোর্টের

অনুব্রতকে গ্রেফতারের পর একাধিক সম্পত্তির হদিস মিলেছে বলে দাবি করেছে সিবিআই। বীরভূমের একাধিক রাইস মিলে হানা দেন তদন্তকারী আধিকারিকরা। ভোলে ব্যোম রাইস মিলের প্রাক্তন মালিকের ছেলে শ্যামল মণ্ডলকে জিজ্ঞাসাবাদও করতে পারে বলে জানা গিয়েছে। সিবিআই সূত্রে খবর, শান্তিনিকেতনের রতনকুঠির সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্পে অনুব্রতের হিসাবরক্ষক মণীশ কোঠারিও গিয়েছেন।

RELATED ARTICLES

Most Popular