Placeholder canvas

Placeholder canvas
Homeআন্তর্জাতিকOleg Deripaska: ২০২৪ সালের মধ্যে অর্থভাণ্ডার শূন্য হয়ে যাবে রাশিয়ার!

Oleg Deripaska: ২০২৪ সালের মধ্যে অর্থভাণ্ডার শূন্য হয়ে যাবে রাশিয়ার!

Follow Us :

মস্কো: ২০২৪ সালে রাশিয়ার জন্য বড় বিপদ আসতে চলেছে। আগামী বছরের মধ্যে রাশিয়ার অর্থভাণ্ডার (Coffers) খালি হয়ে যাবে। এই সতর্কবার্তা (Warning) দিয়েছেন রাশিয়ান ধনকুবের ও শিল্পপতি ওলেগ ডেরিপাস্কা (Russian Billionaire and Industrialist Oleg Deripaska)। সেইসঙ্গে তিনি এই পরামর্শও দিয়েছেন, দেশের অর্থনীতির হাল ফেরাতে রাশিয়ার উচিত অর্থনৈতিক নিষেধাজ্ঞার (Sanctions) জট খুলতে বন্ধু দেশগুলির থেকে লগ্নি (Investment) নিয়ে আসা। 

সাইবেরিয়ায় অনুষ্ঠিত ক্রাসনোইয়ার্স্ক ইকনমিক ফোরামে (Krasnoyarsk Economic Forum in Siberia) বৃহস্পতিবার ডেরিপাস্কা বলেছেন, “আগামী বছর কোনও অর্থ থাকবে না। আমাদের বিদেশি বিনিয়োগ (Foreign Investment) প্রয়োজন।” তিনি আরও বলেছেন, অর্থভাণ্ডার খালি হয়ে আসছে। রাশিয়া সেই নড়বড়ে ভাবটা এখন থেকেই টের পাচ্ছে। 

আরও পড়ুন: Robotic Arm: অস্ত্রোপচারে পটু রোবট হাত, ইমপ্লান্ট করতে পারে ৩ডি প্রিন্টেড কোষ 

ইউনাইটেড কোম্পানির (United Co) প্রতিষ্ঠাতা ডেরিপাস্কা রুসাল ইন্টারন্যাশনাল পিজেএসসি (Rusal International PJSC) সংস্থারও কর্ণধার। চীনের বাইরে এই সংস্থা বিশ্বের বৃহত্তম অ্যালুমিনিয়াম উৎপাদক সংস্থা। শুধু রাশিয়া নয়, বিশ্বের অন্যতম নামজাদা ব্যক্তিত্বের মধ্যে অন্যতম ধনকুবের (Tycoon) তিনি, স্পষ্ট বক্তা হিসেবে তাঁর আলাদা পরিচিতি রয়েছে আন্তর্জাতিক মহলে। ডেরিপাস্কার আশঙ্কা যে কতটা সত্যি, তার প্রমাণ রাশিয়ার বর্তমান অর্থনীতি। গত বছরে দেশের রেকর্ড পরিমাণ রাজস্ব ঘাটতি (fiscal deficit) হয়েছে। চলতি বছরের বাজেটেও আর্থিক টানের প্রভাব স্পষ্ট। ঘাটতি মেটাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তেল কোম্পানিগুলির (Oil Companies) কাছ থেকে উচ্চ শুল্ক আদায়ের পরিকল্পনা করছে। এছাড়া, এককালীন শুল্ক (One-Time Levy) চাপিয়ে অন্যান্য পণ্য উৎপাদকদের কাছ থেকেও অর্থ আদায়ের কথা ভাবা হচ্ছে। এতসবের মাঝেও রাশিয়া একবছরের উপর হল, ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাচ্ছে।

উল্লেখ্যযোগ্য বিষয় হল, ২০১৮ সাল থেকে ডেরিপাস্কার উপর নিষেধাজ্ঞা চাপিয়ে রেখেছে মার্কিন যুক্তরাষ্ট্র (USA)। গত বছর ইউক্রেনের (Ukraine) বিরুদ্ধে রাশিয়ার আগ্রাসন (Russian Invasion) শুরু হওয়ার পর ইউরোপীয় ইউনিয়ন (European Union) তাঁকে শাস্তির আওতায় রেখেছে। এতে ডেরিপাস্কার যেমন আর্থিক ক্ষতি হয়েছে, তেমনই রাশিয়ারও অর্থনীতির উপরেও নেতিবাচক প্রভাব পড়েছে। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে শান্তির আহ্বান জানিয়ে আসছেন তিনি। কিন্তু দেশের সরকার এবিষয়ে কর্ণপাত করেনি। ইউক্রেন যু্দ্ধ বর্তমানে একবছর অতিক্রম করেছে। রাশিয়া এখনও ধরাশায়ী করতে পারেনি ইউক্রেনকে। ডেরিপাস্কা বর্তমানে দেশের অর্থনীতি নিয়ে ভীষণ চিন্তিত। 

বৃহস্পতিবার তাঁর বক্তৃতায় রাশিয়ান ধনকুবের বলেছেন, রাষ্ট্রের পুঁজি কতটা রয়েছে বা নেই, সেটা কোনও বিকল্প নয়। এরপরই তিনি নিষেধাজ্ঞার গুরুতর চাপের বিষয়ে সতর্ক করে দেন। ডেরিপাস্কার পরামর্শ, রাশিয়ার উচিত বাজার অর্থনীতির বিকাশ জারি রাখা। বিদেশি বিনিয়োগকারীরা সবসময় চোখ রাখছে, রাশিয়ান বিনিয়োগকারীরা কিভাবে অর্থ উপার্জন করছেন, কী ধরনের পরিস্থিতি রয়েছে রাশিয়ার অভ্যন্তরে। বিদেশি লগ্নিকারীদের রাশিয়ামুখী করার জন্য আরও বেশি করে অর্থনৈতিক স্বাধীনতা দিতে হবে, ব্যবসা করার পরিস্থিতি তৈরি করতে হবে। বিশ্বের বৃহত্তম অর্থনীতির দেশগুলির রাশিয়ার বিরোধী হলেও, রাশিয়া বিশ্বের ৪৫০ কোটি জনসংখ্যার সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষেভাবে যুক্ত। বিশ্বব্যাপী মোট দেশীয় পণ্যের ৩০ ট্রিলিয়ন মার্কিন ডলার মূল্যের অর্থনীতিতে অবদান রয়েছে রাশিয়ার। কিন্তু রাশিয়া যে পথে চলছে, তাতে আন্তর্জাতিক মহল আরও নিষেধাজ্ঞা চাপালে আগামী বছরের মধ্যে দেশে অর্থনৈতিক মন্দা নেমে আসার আশঙ্কা রয়েছে। ডেরিপাস্কা বলেছেন, “আমরা ভেবেছিলাম, আমরা ইউরোপ মহাদেশের দেশ। কিন্তু আগামী ২৫ বছর আমাদের বেশি করে আমাদের এশীয় অতীত (Asian Past) নিয়ে ভাবতে হবে।”

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
৪টেয় চারদিক | সব সাধু সমান হয় না, আমাদের মধ্যেও কি আমরা সবা‌ই সমান? : মমতা
59:07
Video thumbnail
Narendra Modi | বিষ্ণুপুরে মোদির সভা, কী বললেন দেখুন ভিডিও
25:00
Video thumbnail
পায়ে পায়ে ধর্মযুদ্ধে | রবিবাসরীয় বঙ্গ সফরে নরেন্দ্র মোদি
02:18
Video thumbnail
Jyotipriya Mallick | হাড়-মাংস-কিডনি-লিভার, জামিনে বালুর হাতিয়ার
06:36:36
Video thumbnail
আমার শহর (Amar Sahar ) | ভাঙা হয়েছিল অবৈধ দোকান, এবার শুরু নতুন দোকানঘর বানানোর কাজ
02:15
Video thumbnail
Kunar Hembram | বিজেপির বিদায়ী সাংসদ তৃণমূলে, জোড়া ফুলে যোগ কুনার হেমব্রমের
04:06
Video thumbnail
Narendra Modi | ভোট প্রচারে মেগা-রবিবার, পুরুলিয়ায় ভোটপ্রচারে মোদি
03:22
Video thumbnail
Arjun Singh | 'BJP প্রার্থীর দ্বিতীয় স্ত্রী', বিবাহ-বিতর্কে অর্জুন সিং, আসরে তৃণমূল
00:26
Video thumbnail
Sandeskhali | নাবালিকাকে 'শ্লীলতাহানি, ধর্ষণের চেষ্টা', সন্দেশখালিতে ফের নির্যাতনের অভিযোগ
01:09
Video thumbnail
Top News | আপের 'জেল ভরো' কর্মসূচি, কেজরিওয়ালের সমর্থনে রাজধানীর পথে আপ
34:49