Placeholder canvas

Placeholder canvas
HomeকলকাতাKolkata Fire Update | শরাফ হাউসে অগ্নিদগ্ধ বৃদ্ধের দেহ উদ্ধার, নিখোঁজ ছিলেন...

Kolkata Fire Update | শরাফ হাউসে অগ্নিদগ্ধ বৃদ্ধের দেহ উদ্ধার, নিখোঁজ ছিলেন আগরপাড়ার বাসিন্দা

Follow Us :

কলকাতা: ধর্মতলায় রাজভবনের পাশে শরাফ হাউসে (Sharaf House) ভয়াবহ আগুন লাগে বুধবার সকালে। সেই ঘটনায় একজনের অগ্নিদগ্ধ দেহ উদ্ধার হল বৃহস্পতিবার দুপুরে। এদিন হেয়ার স্ট্রিট থানায় ফোরাম প্রজেক্টের পক্ষ থেকে একটি মেল আসে। তাতে জানানো হয়, শ্যামসুন্দর সাহা (৬৬) নামে এক প্রজেক্টের এক প্রাক্তন কর্মী গতকাল থেকে নিখোঁজ ছিলেন। অবসরের পরেও তিনি ওই সংস্থায় কাজ করতেন।

উত্তর ২৪ পরগনার আগরপাড়ার বাসিন্দা শ্যামসুন্দর গতকাল অগ্নিকাণ্ডের পর থেকে নিখোঁজ। এরপরই তাঁর খোঁজে নামে পুলিশ ও দমকল। বহু খোঁজাখুঁজির পর পুলিশ অর্ধদগ্ধ ড্রাইভিং লাইসেন্স ও শ্যামসুন্দরের দেহ উদ্ধার করে। দেহটি ময়না তদন্তে পাঠানো হয়েছে। মৃতের পরিবারকে খবর দেওয়া হয়।

আরও পড়ুন: Mamata Banerjee | পালাবদলের পর ৩৫ লক্ষ ছেলেমেয়েকে কারিগরি প্রশিক্ষণ, দাবি মুখ্যমন্ত্রীর

উল্লেখ্য, বুধবার রাজভবনের পাশে একটি বাড়িতে আগুন লাগে। আগুন দেখতে যান রাজ্যপাল সিভি আনন্দ বোস (C V Ananda Bose Governor of West Bengal)। ঘটনাস্থলে যান দমকলমন্ত্রী সুজিত বসু ও কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল। দীর্ঘক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনাস্থলে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।

ওই বহুতলের ব্যাঙ্কের ক্যান্টিন থেকে আগুন লাগে বলে অনুমান স্থানীয়দের। আগুন লাগার আগে সেখান থেকে একটি জোরে বিস্ফোরণের শব্দ পাওয়া গিয়েছিল বলে জানিয়েছেন স্থানীয়েরা। পরপর চারটি এসি বিস্ফোরণ হতেও দেখা যায়। আগুন নিয়ন্ত্রণে আনার সমস্ত রকম প্রচেষ্টা চলছে। গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ, অন্যদিকে গঙ্গার হাওয়া থাকার কারণে আগুন ছড়িয়ে পড়ে এলাকায়। ওপর থেকে আগুনের ফুলকি ছিটকে পড়ে রাস্তায়। ভবনে রয়েছে একাধিক বেসরকারি সংস্থার অফিস। আগুন লাগার দেড় ঘণ্টা কেটে গেলেও রাজ্যপাল ঘটনাস্থলে ছিলেন। গোটা বিষয়টি তদারকি করেন তিনি।

দমকল মন্ত্রী সুজিত বসু জানান, কী ভাবে আগুন লেগেছে, তা তদন্তের পরই জানা যাবে। পুলিশ কমিশনার বিনীত গোয়েল বলেছিলেন, ওই বহুতলের ভিতরে কেউ আটকে নেই। তবে একজন রক্ষী সামান্য জখম হয়েছেন। তাঁকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। যদিও স্থানীয় কাউন্সিলর অভিযোগ করেন শরাফ হাউসে বেআইনিভাবে কিছু নির্মাণ করা হয়েছিল। এর থেকে আগুন লাগে বলে অনুমান কাউন্সিলরের। 

RELATED ARTICLES

Most Popular