Placeholder canvas

Placeholder canvas
Homeজেলার খবরCBI: অনুব্রতর বাড়ি যাওয়া চিকিৎসকের বয়ান নিল সিবিআই

CBI: অনুব্রতর বাড়ি যাওয়া চিকিৎসকের বয়ান নিল সিবিআই

Follow Us :

বোলপুর: বোলপুর মহকুমা হাসপাতালের ডাক্তার চন্দ্রনাথ অধিকারীর বয়ান নিল সিবিআই। বৃহস্পতিবার সন্ধ্যায় তিন সিবিআই অফিসার বোলপুরে চন্দ্রনাথের বাড়ি যান। মঙ্গলবার কী কী হয়েছিল, তার বিস্তারিত বিবরণ তিনি সিবিআই অফিসারদের কাছে জানান। তাঁর সঙ্গে সুপারের যে কথোপকথন হয়েছিল, সেই ক্লিপিংসও চন্দ্রনাথ সিবিআই অফিসারদের হাতে তুলে দেন। 

চন্দ্রনাথ জানান, সিবিআই অফিসাররা প্রায় আধ ঘণ্টা তাঁর বাড়িতে ছিলেন। সেদিন সকাল থেকে যা যা হয়েছিল, সব কিছুই অফিসারদের গোচরে এনেছেন। সিবিআই অফিসাররা সাদা কাগজে সেসব লিখে নেন। তবে তাঁরা তাঁকে কী জিজ্ঞাসা করেন, তা খোলসা করেননি চন্দ্রনাথ অধিকারী। তিনি বলেন, এটা বাইরে বলার মতো বিষয় নয়।

সিবিআই সূত্রের খবর, এর পর অফিসাররা হাসপাতালের সুপার বুদ্ধদেব মুর্মুর সঙ্গেও কথা বলবেন। তাঁর বয়ানও রেকর্ড করা হবে। মানসিক বিপর্যয় কাটাতে তিনি এক সপ্তাহ ছুটি চেয়েছেন। বৃহস্পতিবারই চন্দ্রনাথ ছুটির দরখাস্ত নিয়ে হাসপাতালে গিয়েছিলেন। কিন্তু রাখির জন্য ছুটি থাকায় তিনি দরখাস্ত জমা দিতে পারেননি। শুক্রবার তিনি দরখাস্ত জমা দেন। 

প্রসঙ্গত, ছুটিতে থাকা সুপারের মৌখিক নির্দেশে চন্দ্রনাথ মঙ্গলবার বোলপুরে বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের বাড়ি যান তাঁকে দেখতে। তিনি সুপারকে বলেছিলেন, অনুব্রতকে হাসপাতালে আসতে বলুন। অভিযোগ, কিন্তু সুপার তাতে রাজি হননি। একপ্রকার জোর করে তিনি চন্দ্রনাথকে অনুব্রতর বাড়িতে পাঠান। এমনকী সাদা কাগজে প্রেসক্রিপশন লিখতে বলেন। চন্দ্রনাথ জানান, অনুব্রতর অনুরোধে তিনি ১৪ দিনের বেড রেস্টের কথা লিখতে বাধ্য হন। মঙ্গলবার রাতেই তিনি সংবাদ মাধ্যমকে এই সব কথা জানিয়ে দেন।

RELATED ARTICLES

Most Popular