Placeholder canvas

Placeholder canvas
Homeজেলার খবরAccident: জখমদের দেখতে হাসপাতালে যাবেন মমতা, বদল সফরসূচি

Accident: জখমদের দেখতে হাসপাতালে যাবেন মমতা, বদল সফরসূচি

Follow Us :

মালদহ: ভয়াবহ দুর্ঘটনা (Accident) মালদহে (Maldah)। রাস্তার পাশে নয়ানজুলিতে উলটে গেল সরকারি বাস। এই দুর্ঘটনায় ২ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহত একাধিক। মঙ্গলবার মালদহে (Maldah) বিশেষ কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। বাসে থাকা যাত্রীরা সেই অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন বলে জানা গিয়েছে। এদিকে, দুর্ঘটনার কারণে মুখ্যমন্ত্রীর (Chief মালদহ সফরের পথ কিছুটা পরিবর্তন হয়েছে। প্রথমে ঠিক ছিল বোলপুর থেকে হেলিকপ্টারে চেপে গাজোলের হেলিপ্যাডে নামবেন সভাস্থলে। কিন্তু রাতের দুর্ঘটনার পর তিনি প্রথমে মালদহ শহরের বিমানবন্দরে নামবেন। সেখান থেকে আহতদের দেখতে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে আসবেন। এরপর সেখান থেকে সড়কপথে গাজোলে যাবেন তিনি।

সোমবার রাত সাড়ে নটা নাগাদ মালদহ জেলার গাজোল থানার পান্ডুয়াতে ৩৪ নম্বর জাতীয় সড়কের ওপরে দুর্ঘটনাটি ঘটে। নয়ানজুলিতে উলটে যায় যাত্রীবোঝাই বাস। বাসে অন্তত ৫০ জন যাত্রী ছিলেন বলে জানা গিয়েছে। এদিকে, বাস উলটে যাওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে যান এলাকায় বাসিন্দারা। আহতদের উদ্ধার করে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের চিকিৎসকেরা দুজনকে মৃত বলে ঘোষণা করেন। অন্তত ৩০ জন হাসপাতালের ট্রমা কেয়ারে ভর্তি রয়েছেন। তাঁদের অবস্থা স্থিতিশীল বলে হাসপাতাল সূত্রের খবর।

আরও পড়ুন:Weather Update: চড়ছে পারদ, লক্ষ্মীবারে শীতের ঝোড়ো ইনিংস শুরুর সম্ভাবনা

খবর পেয়ে পৌঁছায় পুলিশও। এদিকে দুর্ঘটনার খবর পেয়ে মুখ্যমন্ত্রীর নির্দেশে রাতেই ঘটনাস্থলে যান কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন তিনি। হাসপাতালে আহতদের সঙ্গে দেখা করার পর রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম বলেন, ‘বাস চালকের গাফিলতির কারণেই দুর্ঘটনা ঘটেছে।’  তবে, প্রাথমিকভাবে জানা গিয়েছে, একটি গাড়িকে পাশ কাটাতে গিয়েই বাসটি নয়ানজুলিতে পড়ে গিয়েছে। গোটা ঘটনার তদন্ত চলছে।

RELATED ARTICLES

Most Popular