Placeholder canvas

Placeholder canvas
HomeAshes Series | স্টার্কের ধাক্কায় বেসামাল ইংল্যান্ড, ইনিংস গুটিয়ে গেল সাতসকালেই
Array

Ashes Series | স্টার্কের ধাক্কায় বেসামাল ইংল্যান্ড, ইনিংস গুটিয়ে গেল সাতসকালেই

Follow Us :

লন্ডন: দ্বিতীয় দিনের শেষে চার উইকেট হারিয়ে ২৭৮ রান করেছিল ইংল্যান্ড (England)। ক্রিজে হ্যারি ব্রুক (Harry Brook) এবং অধিনায়ক বেন স্টোকস (Ben Stokes)। জনি বেয়ারস্টো (Jonny Bairstow) নামবেন। মনে হচ্ছিল, অস্ট্রেলিয়ার (Australia) ৪১৬ রান ছুঁইয়ে ফেলবে তাঁরা। কিন্তু মিচেল স্টার্কের (Mitchell Stark) এক দুর্ধর্ষ স্পেলে ছারখার হয়ে গেল ইংলিশ মিডল অর্ডার। স্টোকসরা গুটিয়ে গেলেন ৩২৫ রানে। ফলত, লর্ডস টেস্ট জেতার ক্ষেত্রে অনেকটা এগিয়ে গেল অজিরা। পাঁচ টেস্টের সিরিজে ২-০ এগিয়ে যাওয়ার সুযোগ প্যাট কামিন্সদের হাতে। 

দিনের শুরুতেই প্রথম ঝটকা স্টোকসের উইকেট। স্টার্কের বল লেগ সাইডে খেলতে গিয়ে খোঁচা দেন ইংলিশ অধিনায়ক। ঝাঁপিয়ে পড়ে স্লিপ কর্ডনে ভালো ক্যাচ ধরেন ক্যামেরন গ্রিন। এরপর স্টার্কের শিকার ব্রুক। প্রায় ৯০ মাইল প্রতি ঘণ্টার শর্ট বলে ব্যাট চালাতে গিয়ে ক্যাচ দিয়ে ফেলেন তিনি। গতকাল ছন্দে না থাকা অজি বাঁ-হাতি পেসারের গতিই সবচেয়ে বেশি ভোগাল আজ। ১৭ ওভারে ৮৮ রান দিয়ে ৩ উইকেট নিলেন তিনি। 

আরও পড়ুন: Sourav Ganguly | Ajinkya Rahane | রাহানেকে সহ-অধিনায়ক করার কারণ ভেবেই পাচ্ছেন না সৌরভ   

এরপর স্টুয়ার্ট ব্রড এবং অলি রবিনসনকে তুললেন পার্টটাইম স্পিনার ট্রাভিস হেড। আর জশ টংকে নিয়ে ইংল্যান্ড ইনিংসের ঝাঁপ বন্ধ করলেন কামিন্স। তবে এদিন সকালে নাথান লিয়ঁকে ফিল্ডিং করতে দেখা গেল না। তাঁর জায়গায় পরিবর্ত হিসেবে নামলেন ম্যাট রেনশ। লিয়ঁর চোট লেগেছে কি না জানা গেল না। চতুর্থ ইনিংসে কিন্তু তাঁকে যথেষ্ট দরকার পড়বে। বল পিচে ভালোই ঘুরছে। 

প্রসঙ্গত, লর্ডস টেস্ট খেলে অনবদ্য রেকর্ড করেছেন অজি স্পিনার। প্রথম বোলার হিসেবে এবং বিশ্বের ষষ্ঠ ক্রিকেটার হিসেবে টানা ১০০টি টেস্ট খেলে ফেললেন তিনি। সবমিলিয়ে ১২১টি টেস্ট খেলেছেন লিয়ঁ, লর্ডস টেস্ট তাঁর ১২২তম। একই সঙ্গে একটানা ১০০তম টেস্ট এই ম্যাচ। এর আগে পাঁচজন তাঁদের দেশের হয়ে এই কৃতিত্ব করেছেন, কিন্তু তাঁরা সবাই ব্যাটার। একটানা সবথেকে বেশি টেস্ট ম্যাচ খেলেছেন ইংল্যান্ডের প্রাক্তন ব্যাটার অ্যালিস্টার কুক (Alistair Cook), তিনি খেলেছেন ১৫৯টি ম্যাচ। এরপর একটানা ১৫৩টি টেস্ট খেলেছেন প্রাক্তন অজি অধিনায়ক অ্যালান বর্ডার (Alan Border)। এরপরে আছেন মার্ক ওয়া (Mark Waugh), তিনি টানা ১০৭টি ম্যাচ খেলেছেন। ভারতের হয়ে টানা ১০৬টি টেস্ট ম্যাচ খেলে তালিকায় চতুর্থ সুনীল গাভাসকর (Sunil Gavaskar)। পাঁচে প্রাক্তন নিউজিল্যান্ড ব্যাটার ব্রেন্ডন ম্যাককালাম (Brendon McCullum), তিনি খেলেছিলেন পরপর ১০১টি টেস্ট। 

RELATED ARTICLES

Most Popular