কলকাতা টিভি ওয়েব ডেস্ক: সোনালি ফোগাটের রহস্যময় মৃত্যু নিয়ে রহস্য বাড়ছে। সোমবার রাত থেকে বিজেপি নেত্রীর হরিয়ানার খামারবাড়ি থেকে উধাও দামি গাড়ি, আসবাবপত্র। যা ঘিরে আরও বিপাকে তদন্তকারীরা। গোয়া পুলিশ সূত্রে জানা যাচ্ছে, এই হত্যা কাণ্ডের অভিযুক্ত এবং ফোগাটের সহযোগী সুধীর সাংওয়ান তার সম্পত্তির উপর নজর রাখছিলেন।
তদন্তে পুলিশ আরও জানতে পেরেছেন, সুধীরের লক্ষ্য কেবল সোনালির সম্পত্তি আদায় করাই ছিল না, তার খামারবাড়িটিও ২০ বছরের জন্য লিজে নিতে চেয়েছিল সুধীর। যা বর্তমান বাজারমূল্য প্রায় ১১০ কোটি টাকার কাছাকাছি। জানা গিয়েছে, একটি মাহিন্দ্রা স্করপিও সহ তিনটি গাড়ি ছিল সোনালি ফোগাটের, যা বর্তমানে নিখোঁজ রয়েছে।