Placeholder canvas

Placeholder canvas
Homeআন্তর্জাতিকওপেক তেল উৎপাদন কমাচ্ছে, বাড়বে দাম

ওপেক তেল উৎপাদন কমাচ্ছে, বাড়বে দাম

Follow Us :

তেল উৎপাদন কমছে। ফলে বাড়তে পারে জ্বালানির সংকট। বাড়তে পারে জ্বালানির দাম। সোমবারই ওপেক ভুক্ত দেশগুলি তেলের উৎপাদন কমানোর সিদ্ধান্ত নিয়েছে। ঠিক হয়েছে, তারা প্রতিদিন ১ লাখ ব্যারেল কম তেল উৎপাদন কম করবে। এর জেরে বিশ্ববাজারে তেল সংকট ঘনীভূত হতে পারে বলে আন্তর্জাতিক মহল মনে করছে।

ইতিমধ্যেই তার প্রভাব পড়তে শুরু করেছে। গত কয়েকদিন ধরেই এমন একটা আশঙ্কার কথা শোনা যাচ্ছিল। অবশেষে সেই আশঙ্কাই সত্যি হল। অপরিশোধিত তেলের দাম পড়তে থাকায় ওপেক ও সহযোগী দেশগুলির আয় কমছিল। তাই তারা যোগান বা উৎপাদন কমিয়ে তেলের দাম বাড়ানোর ছক করছিল। তবে ওপেকভুক্ত সব দেশ এ ব্যাপারে একমত ছিল না বলেই খবর।

রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রেক্ষিতে ইউরোপের দেশগুলি ইউক্রেনের পক্ষ নেওয়ায় রাশিয়া ক্ষুব্ধ। তারা আমেরিকার কথাতে চলছে বলে রাশিয়ার অভিযোগ। পাল্টা হিসেবে রাশিয়া ইউরোপের বড় দেশগুলিতে গ্যাস সরবরাহ বন্ধ করে দেয়। যুদ্ধের কারণে এমনিতেই বিশ্বে তেল সংকট বাড়ছিল, বাড়ছিল দামও। তার মধ্যে ওপেক ও সহযোগীরা উৎপাদন কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়ায় সংকট আরও বাড়ল। তার প্রভাব ভারতেও পড়বে।

RELATED ARTICLES

Most Popular