আবার হাজির আমরা জনতা জনার্দনের সামনে। আমরা বহুবার বলেছি যে সংবাদমাধ্যমের স্বাধীনতা আজ বিপন্ন। দেশে ক্ষমতাসীন সরকার হয় সংবাদমাধ্যমকে কিনে নিচ্ছে, সাংবাদিকদের পে রোলে রাখছে, এক ঘেউ বাহিনী তৈরি করা হয়েছে যারা দীর্ঘ ১০ বছরের শাসককে প্রশ্ন করতে ভয় পায়, যারা এখনও তাদের চোখা চোখা প্রশ্ন ছুড়ে দিচ্ছে রাহুল, মমতা, লালু, অখিলেশ, স্তালিন বা ইয়েচুরির দিকে, যারা ভুলেও প্রধানমন্ত্রীকে দেশের বেকারত্ব নিয়ে একটা প্রশ্নও করে উঠতে পারেন না। সাফিসেয়েন্ট অক্সিজেন সাপ্লাই আর ধরাধরি করার জন্য এক্সপিরিয়েন্সড মানুষজনকে নিয়েই সমুদ্রের তলায় ধ্যানমগ্ন হলেন আমাদের ফকির, হাতে ময়ূরের পালক, তিনি তা নাকি অর্পণ করলেন। সেই মোদিজিকে ওই ভেঁপু মিডিয়ার প্রশ্ন হল, জলের তলায় ধ্যান করার সময় আপনার অনুভূতির কথা বলুন। উনি পাহাড়ের গুহায় তিনশো ক্যামেরার সামনে ধ্যান করবেন, জলের তলায় আবার সেই ক্যামেরার সামনে ধ্যান করবেন, তাঁর অনুভূতির কথা বলবেন, সেই অনুভূতির কথা ছড়িয়ে দিতে হবে, এটাই আপাতত ওই ভেঁপু মিডিয়ার একমাত্র কাজ।
আরও পড়ুন: কারার ওই লৌহকপাট, ভেঙে ফেল কর রে লোপাট (পর্ব-৯)
আর সেই সুরে সুর মেরা তুমারা না হলে, সরকারের সমালোচনা করলে, সরকারের বিরোধিতা করলে, বেকারদের প্রশ্নকে সামনে আনলে, মূল্যবৃদ্ধির সমস্যাকে সামনে আনলে, বৈষম্যের চেহারাটাকে তুলে ধরলে সেই মিডিয়ার দফতরে ইডি আসবে, ইনকাম ট্যাক্স আসবে, সাংবাদিক, মালিক, সম্পাদককে জেলে পুরবে। ঘাড় নোয়ালেই, যা তোকে উড়তে দিলাম পাখি। এবং সেটা করতে গিয়ে আমাদের প্রেস ফ্রিডম ইনডেক্স আপাতত ১৮০টা দেশের মধ্যে ১৬১, যা নাকি মাত্র ২০২২-এ ছিল ১৫০। আমাদের হিউম্যান রাইটস ইনডেক্স ১০৯-এ নেমেছে, আমাদের গণতন্ত্রের সূচক ১০৮-এ নেমেছে, যাকে বিপজ্জনক বলছেন গবেষকরা। আর ঠিক সেই সময়ে আমরা বলেই চলেছি আজ ২০০ দিনের বেশি হয়ে গেল আমাদের চ্যানেলের সম্পাদক কৌস্তুভ রায় জেলে আছেন। বানানো হাস্যকর অভিযোগের ভিত্তিতে তাঁকে আটক করে রাখা হয়েছে। আমাদের বিজ্ঞাপনদাতাদের ভয় দেখানো হচ্ছে, কিছু কিছু ক্ষেত্রে তাদের কাছেও ইডি পৌঁছে গেছে। এবং আমরা জানি যে এটা চলবে ততদিন যতদিন না ঘাড় নিচু করছি আমরা। আমরা মানুষকে বলতে চাই আমাদের আস্থা আছে সংবিধানের উপর, এখনও আস্থা আছে বিচার ব্যবস্থার উপর কিন্তু তার চেয়েও অনেক বেশি আস্থা আছে সেই মানুষের ওপর যাঁকে আমরা সর্বশক্তিমান বলে মনে করি, যে মানুষজন শেষপর্যন্ত ইতিহাস লেখে। আমরা সব দেখছি, মানুষ সব দেখছে, একদিন এর জবাব দেব আমরাও, হম দেখেঙ্গে।
দেখুন ভিডিও :