Placeholder canvas

Placeholder canvas
Homeআন্তর্জাতিকCyclone | Mocha | মোকার কতটা প্রভাব পড়বে দীঘার উপকূলে?

Cyclone | Mocha | মোকার কতটা প্রভাব পড়বে দীঘার উপকূলে?

Follow Us :

শক্তি বাড়িয়ে অতিপ্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে মোকা। মৌসম ভবনের বুলেটিন অনুযায়ী, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের মাঝামাঝি জায়গায় অবস্থান করছে। শুক্রবার ভোর ৬টা নাগাদ মোকার অবস্থান ছিল চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে প্রায় ১০৯৫ কিলোমিটার দক্ষিণ এবং দক্ষিণ পশ্চিমে। বর্তমানে পোর্ট ব্লেয়ার বন্দর থেকে ৫২০ কিলোমিটার পশ্চিম-উত্তর পশ্চিমে এবং বাংলাদেশের কক্সবাজার থেকে ১০১০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পশ্চিমে রয়েছে মোকা। এদিকে, মায়ানমারের সিতওয়ে থেকে মোকার অবস্থান ৯৩০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পশ্চিমে।

আরও পড়ুন: CBSE 2023 Result | সিবিএসই দ্বাদশ শ্রেণির ফল প্রকাশ, বাড়ল মেয়েদের পাশের হার

মোকার প্রভাব ভারতীয় উপকূলে কতটা পড়বে? 

মৌসম ভবনের ধারণা, বঙ্গোপসাগরের উপর দিয়ে মায়ানমার এবং বাংলাদেশের দিকে এগোবে মোকা। ওড়িশায় উপকুলে তেমন একটা প্রভাব পড়বে না। কিন্তু তার পরেও সতর্কতা বা নিরাপত্তার দিক দিয়ে কোনও রকমের কমতি রাখা হচ্ছে না। মোকার কথা মাথায় রেখে দিঘায় আটটি দল এবং ২০০ জন উদ্ধারকারী পাঠিয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ)। তৈরি রয়েছে উপকূলরক্ষীবাহিনীও। মৎস্যজীবীদের আগে থেকেই সমুদ্রে যেতে বারণ করা হয়েছে। এদিকে, পূর্ব মেদিনীপুরের রামনগর, হলদিয়া, দক্ষিণ ২৪ পরগনার গোসাবা, কুলতলি, কাকদ্বীপ, উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জ, সন্দেশখালিতে মোতায়েন করা হয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনী। এ ছাড়াও ২৫টি ব্লক এবং ২২৩টি কন্ট্রোল রুম চালু করার নির্দেশ দেওয়া হয়েছে। কলকাতায় লালবাজারে কন্ট্রোলরুম খুলে নজর রাখছে পুলিশও।

RELATED ARTICLES

Most Popular