Placeholder canvas

Placeholder canvas
HomeকলকাতাPresident at Viswa Bharati | শান্তিনিকেতনে পোস্তর বড়া দিয়ে মুগের ডাল খেলেন...

President at Viswa Bharati | শান্তিনিকেতনে পোস্তর বড়া দিয়ে মুগের ডাল খেলেন দ্রৌপদী 

Follow Us :

বোলপুর ও কলকাতা: দুদিনের বঙ্গ সফর শেষ করে ফিরে গেলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (President Droupadi Murmu)। মঙ্গলবার দুপুরে তিনি শান্তিনিকেতনে (Shantiniketan) বিশ্বভারতীর (Viswa Bharati) সমাবর্তন অনুষ্ঠানে (convocation) যোগ দেন। তাঁর সঙ্গে ছিলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস (WB Governor CV Ananda Bose)। এদিন ঘড়ির কাঁটায় ১২টা ৪০ মিনিটে দ্রৌপদী মুর্মুর হেলিকপ্টার অবতরণ করে শান্তিনিকেতনের বিনয় ভবনের কুমিরডাঙা মাঠে। রাষ্ট্রপতিকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান বোলপুরের তৃণমূল বিধায়ক তথা রাজ্যের ক্ষুদ্র, ছোট ও মাঝারি বস্ত্রশিল্প মন্ত্রী চন্দ্রনাথ সিনহা। 

দুপুর ১টা নাগাদ রাষ্ট্রপতি সড়কপথে পৌঁছান বিশ্বভারতীর রথীন্দ্র অতিথিগৃহে। সেখানেই মধ্যাহ্নভোজন সারেন। রাষ্ট্রপতির দুপুরের মেনুতে ছিল, সাদা ভাত, রুটি, মুগের ডাল, পোস্তর বড়া, পনির ছাড়াও একাধিক নিরামিষ খাবার। দুপুরের আহার সেরে দ্রৌপদী মুর্মু কড়া নিরাপত্তার মধ্য দিয়ে সড়কপথে চলে আসেন শান্তিনিকেতনের উত্তরায়ণে। উত্তরায়ণে রয়েছে রবীন্দ্র সংগ্রহশালা। প্রথমেই তিনি রবীন্দ্রনাথের বাড়ি উদয়নে তাঁর চেয়ারে পুষ্পার্ঘ্য অর্পণ করে গুরুদেবকে শ্রদ্ধা জানান। এরপর হেঁটে রাষ্ট্রপতি ঘুরে দেখেন রবীন্দ্রনাথের (Rabindranath Tagore) স্মৃতিবিজড়িত জায়গাগুলি। সেখানে রবীন্দ্রনাথের নানান ব্যবহৃত জিনিসপত্র রয়েছে। পাশাপাশি রবীন্দ্রনাথ যে বাড়িগুলিতে বসবাস করতেন যেমন, উদয়ন, পুনশ্চ, কোনার্ক, শ্যামলী এই সমস্ত বাড়িও ঘুরে দেখেন রাষ্ট্রপতি। 

আরও পড়ুন: President Droupadi Murmu Visits Belur Math | কলকাতায় এলেই বেলুড়ে আসব, বলে গেলেন দ্রৌপদী

এরপর রাষ্ট্রপতি গাড়িতে করে চলে যান বিশ্বভারতীর কলা ও সঙ্গীত ভবনে। কলা ভবনে শিল্পীদের হাতের কাজ দেখে বেশ খুশি হন দেশের রাষ্ট্রপতি। সেখান থেকে তিনি চলে আসেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের ঐতিহ্য মণ্ডিত ছাতিমতলায়। ছাতিমতলায় রাষ্ট্রপতি পুষ্প দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন কবিগুরুকে। দুপুর ৩টা নাগাদ দেশের দ্রৌপদী বিশ্বভারতীর ২০২২ সালের সমাবর্তন অনুষ্ঠানে যোগদান করেন। শান্তিনিকেতনের আম্রকুঞ্জে স্থায়ী জহর বেদিতেই প্রথা মেনে আজও সমাবর্তন অনুষ্ঠান হয়ে আসছে।

এদিন দুপুরে রাষ্ট্রপতির সমাবর্তন অনুষ্ঠানকে ঘিরে চূড়ান্ত বিশৃঙ্খলার সৃষ্টি হয়। সমাবর্তন অনুষ্ঠানে ঢোকা নিয়ে পড়ুয়াদের মধ্যে বিশৃঙ্খলা তৈরি হয়। শান্তিনিকেতনের উপাসনাগৃহের মূল গেটে ছাত্রছাত্রীদের ঢোকা নিয়ে সাময়িক উত্তেজনা দেখা দেয়। সাধারণত বিশ্বভারতীর সমাবর্তন অনুষ্ঠান হতো সকালের দিকে। কারণ সকালে পরিবেশ অনেক আরামদায়ক থাকে। কিন্তু বিশ্বভারতী এদিন অনুষ্ঠানের সময় ঠিক করে দুপুর ৩টেয়। পড়ুয়ারা গ্রীষ্মের চূড়ান্ত গরমে দীর্ঘক্ষণ ধরে রোদের মধ্যে লাইনে দাঁড়িয়ে থাকায় অশান্ত হয়ে পড়ে। খুব স্বাভাবিকভাবেই গরমে নাজেহাল অবস্থায় আগে ঢোকার জন্য হুড়োহুড়ি শুরু হয়ে যায়। সমাবর্তন অনুষ্ঠান শেষে দ্রৌপদী মুর্মু হেলিকপ্টারে কলকাতা বিমানবন্দরে চলে আসেন। সেখান থেকে রওনা দেন দিল্লির উদ্দেশে।

RELATED ARTICLES

Most Popular