চেন্নাই: বছরের অন্যান্য সময় শান্ত থাকে চেন্নাই (Chennai)। কিন্তু এবার যেন একটু অন্যরকম। মেরিনা বিচের হাওয়া যেন তীব্রভাবে আছড়ে পড়ছে চিদম্বরম স্টেডিয়ামের (Chidambaram Stadium) গায়ে। আর এই সময় সারিরবদ্ধ পাম গাছ দিয়ে ঘেরা মেরিনা যে উদ্বেল-চঞ্চল-অশান্ত হবে এটাই তো স্বাভাবিক। বন্যপ্রেমে মেরিনা যেন তার সেরা রূপে! শুধু মেরিনা কেন, এই মুহূর্তে চেন্নাই যেন বিশ্বকাপ (World Cup) মোডে ফুল অন!!
চিদম্বরম স্টেডিয়ামের (Chidambaram Stadium) ধার দিয়ে বেশ কিছু বাঙালি হোটেল চোখে পড়ল। হোটেলগুলিতে খোঁজ নিয়ে জানা গেল একটা রুমও খালি নেই। পুরো প্যাকড বলতে যা বোঝায়। এরমধ্যে আবার কিছু হানিমুন কাপলও আছেন। যাঁদের উদ্দেশ্য চেন্নাই দর্শন নয়, বিশ্বকাপের ভারত-অস্ট্রেলিয়া (India -Australia) ম্যাচ দর্শন! বিয়ে করা নতুন বোউ-কে ‘এই ম্যাচটাই’ যেন ভালোবাসায় ভরা হানিমুন গিফট! ভাবুন একবার রবিবারের চেন্নাই কোন মেজাজে নিজেকে ধরা দিতে চলেছে! বিশ্বকাপের অন্যান্য ম্যাচগুলিতে দর্শক উপস্থিতি চিন্তার কারণ হলেও রবিবাসরীয় চেন্নাই হতাশ করবে না বলেই প্রাথমিক পূর্বাভাস। চেন্নাই-এর রাস্তা দিয়ে হাঁটলে বোঝা যাবে এই শহর কতটা ক্রিকেট ফ্যানাটিক! জায়গায় জায়গায় ধোনির কাট-আউটে ভর্তি। হুইসল পোডু যেন বিশ্বকাপের সময়ও কানে বাজছে।
আরও পড়ুন:শুভমান গিলের জায়গায় কাল ওপেন করবেন কে?
রাতের দিকে রেস্তোরাঁ-পাবগুলিতে পা রাখলে মনে হবে চেন্নাই যেন ক্রিকেট কার্নিভালের পার্টি মুডে মজে রয়েছে। কোথাও কোথাও ইয়ংস্টারদের টেক্কা দিচ্ছেন মাঝবয়েসীরা। আলো-আঁধারিতে হাল্কা টিউনে বাজছে ৭০ দশকের কিশোরকুমার হিটস। টিউন বদলাচ্ছে ক্ষণে ক্ষণে। রেট্রো টিউন থেকে এক ধাক্কায় চলে আসছে চেন্নাই এক্সপ্রেসের ‘ওয়ান টু থ্রি ফোর গেট অন দ্য ডান্স ফ্লোর’। তবে টিউন যাই হোক না কেন হুইস্কির গ্লাস হাতে আলোচনার কেন্দ্রবিন্দুতে যে নামগুলি সেগুলি হল শুভমান-অশ্বিন-বিরাট-রোহিত…..
ভারতের প্রথম টেস্ট জয়ের ভেন্যুতে কি জয় দিয়ে ২০২৩-এর বিশ্বকাপ অভিযান শুরু করতে পারবেন রোহি-রাটরা? চেন্নাই কিন্তু নিজেদের ব্যাটিং স্টান্সে কোনও খামতি রাখছে না….
ফুটনোট- রবিবার চেন্নাইয়ের উইকেটে ভারতের ত্রিফলা স্পিনিং আক্রমণ দেখলে অবাক হওয়ার কিছু থাকবে না।
দেখুন আরও খবর: