কলকাতা: বাংলার বকেয়া আদায়ের জন্য শনিবার অভিষেক বন্দ্যোপাধ্যায় ( Abhishek Banerjee) বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে (Sukanta Majumdar) ফোন করার পরামর্শ দেন। দিন তিনেক আগে সুকান্ত বলেছিলেন, দুর্নীতি না থাকলে তিনি একটা ফোন করলেই প্রাপ্য টাকা চলে আসবে। তৃণমূল সেটাকেই হাতিয়ার করেছে। এদিন ধরনা মঞ্চ থেকে রাজীব বন্দ্যোপাধ্যায়ের কাছে সুকান্তের মোবাইল নম্বর চান। তারপর তা মাইকে জানিয়ে দেন। এরপর থেকেই সুকান্তকে মানুষ ফোন করতে শুরু করে। রাতে সেই ফোন কল সমেত নিজের এক্স হ্যান্ডেলে বিজেপির রাজ্য সভাপতি বুমেরাং ! লিখে প্রতিক্রিয়াও দেন। তিনি লেখেন, @অভিষেক, আপনি আমার নম্বর প্রকাশ করেছেন এবং দেখেছেন যে আমি কি ধরনের কল পাচ্ছি…আমি বাংলার মানুষের পাশে দাঁড়াব সবসময়। সেই ফোন কলে শোনা যায়, কেউ কেউ বলছেন, কোনও টাকা যেন কেন্দ্র না দেয়। সব তৃণমূল মেরে দেবে। সুকান্ত বলেন, এটাই রিটার্ন।
BOOMERANG! @abhishekaitc , you published my number and see the kind of calls I am getting in return… I will stand strong by the people of Bengal… Always… ❤️@BJP4Bengal @BJP4India pic.twitter.com/OhCYUxTigi
— Dr. Sukanta Majumdar (@DrSukantaBJP) October 7, 2023
বাংলার বকেয়া আদায়ের দাবিতে তৃণমূলের (TMC) ধরনা (Sit in) অব্যাহত। অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) টানা ওই ধরনা মঞ্চে রয়েছেন। একশো দিনের কাজ ও আবাস যোজনায় বাংলার মানুষ ন্যায্য প্রাপ্য টাকা পাচ্ছেন না সেই অভিযোগ তুলেছে তৃণমূল। এদিন দার্জিলিংয়ে রাজ্যপাল সি ভি আনন্দ বোসের সঙ্গে তৃণমূলের তিন প্রতিনিধি দেখাও করেন।
আরও পড়ুন: তৃণমূলের আন্দোলনের যৌক্তিকতা বোস মেনেছেন, দাবি কল্যাণদের
এদিকে বকেয়া ইস্যুতে অভিষেক ধরনা মঞ্চে বলেন, বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে ফোন করে বলুন আমাদের টাকা মিটিয়ে দিন। যাঁরা ১০০ দিনের কাজের টাকা পাননি তাঁরা সুকান্ত মজুমদারকে ফোন করুন। ফোন করলে সুকান্ত মজুমদার কী বলছেন রেকর্ড করুন। সুকান্তর ফোন রেকর্ড করে সোশ্যাল মিডিয়ায় তা শেয়ারের পরামর্শও দেন অভিষেক। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আবার পুজোর পর পাল্টা ধরনার কথা ঘোষণা করেছেন।
আরও অন্য খবর দেখুন