skip to content
Saturday, July 27, 2024

skip to content
Homeলাইফস্টাইলকাওয়াসাকি, মৃত ২ শিশু

কাওয়াসাকি, মৃত ২ শিশু

Follow Us :

পোস্ট কোভিড সময়ে শিশুদের কাওয়াসাকি ডিজিজের মত উপসর্গ নিয়ে ভর্তি থাকা দুই শিশুর মৃত্যু হল গত এক সপ্তাহে। সঙ্কটজনক অবস্থায় ভর্তি আরও তিন শিশু। তারা ভর্তি রয়েছে ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথ হাসপাতলের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে বলে জানিয়েছেন হাসপাতালের সুপার ডাক্তার জয়দেব রায়।

কাওয়াসাকি ডিজিজ শিশুদের ক্ষেত্রে খুবই জটিলতা দেখা দেয়। এটা মূলত চার থেকে পাঁচ বছর বয়সের মধ্যের শিশুদের হয়। কিন্তু এবার শিশুরা যারা করোনা আক্রান্ত হচ্ছে তাদের সেরে ওঠার পর কিছু  জটিল উপসর্গ দেখা দিচ্ছে। যা অনেক সময় সাত আট বছর বয়সী শিশুদের মধ্যেও দেকা যাচ্ছে। যার সঙ্গে কাওয়াসাকি ডিজিজের উপসর্গের মিল রয়েছে। ফলে এসব ক্ষেত্রেও চিকিৎসা করা হচ্ছে কাওয়াসাকি ডিজিজ যেভাবে চিকিৎসা করা হয় সেই পদ্ধতিতে। অনেক ক্ষেত্রে শিশুকে নিয়ে তার আত্মীয়রা হাসপাতালে আসছেন এই উপসর্গগুলি নিয়ে অথচ তার বাবা-মা বলতে পারছেন না যে শিশুটির করোনা হয়েছিল কিনা! কারণ উপসর্গহীন করোনাতে আক্রান্ত হচ্ছে শিশুরা। ফলে যে শিশুর করোনা হয়েছিল বা উপসর্গহীন করোনা হয়েছিল তারা এই ধরনের কাওয়াসাকি ডিজিজের মত রোগে আক্রান্ত হচ্ছে। যেখানে এই শিশুদের হাসপাতালে ভর্তি রাখা অত্যন্ত প্রয়োজন হয়ে পড়ছে। চিকিৎসক অপূর্ব ঘোষের পরামর্শ, শিশুদের মধ্যে কাওয়াসাকি ডিজিজের মত উপসর্গ দেখা দিলে অবশ্যই চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে আসুন। বাড়িতে কারুর করোনা হয়েছিল কিনা বা শিশুটির করোনা হয়েছিল কিনা তা অবশ্যই জানান। দেরি করলে জটিলতা ও সঙ্কট বাড়তে পারে, এমনকি তার থেকে শিশুটির মৃত্যুও হতে পারে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular