কলকাতা: আজ দীপাবলি। আর এই দীপাবলির আনন্দে মিশে রয়েছে আতসবাজি (Firecrackers)। বাজি পুড়িয়ে কালীপুজোয় (Kalipuja 2023) আনন্দ উদযাপন কোনও নতুন বিষয় নয়। এই বাজি পোড়ানোর সঙ্গে এর ক্ষতিকারক দিকগুলো সম্পর্কে অবগত থাকা জরুরি। যেমন ধরুণ, বাজি ফাটাতে গিয়ে নিজের হাতটাই পুড়িয়ে ফেললেন! তখন কী করবেন? হাত,পায়ের সামান্য অংশ পুড়লে ঘরোয়ায় টোটকায় সামাল দিতে পারবেন। কিন্তু শরীরের কোনও বড় অংশ পুড়ে গেলে তৎক্ষণাৎ হাসপাতালে নিয়ে যেতে হবে রোগীকে। তবে ছোটখাটো পুড়ে যাওয়াতে আপনি ঘরোয়া উপায়ে সামাল দিতে পারেন। তাই জেনে নিন, ঘরোয়া টোটকায় কীভাবে সুস্থ হয়ে উঠবেন আপনি।
১) শরীরের যে অংশই পুড়ুক আর যতটুকুই পুড়ুক, প্রথমেই সেখানেই ঠাণ্ডা জল দিন। কোনও জায়গায় পুড়ে গেলে বা ফোসকা পড়ার উপক্রম হলে ঠাণ্ডা জলের কোনও বিকল্প নেই। বরফ হলে আরও ভাল। তবে, এক জায়গায় বরফটি ধরে থাকবেন না, ক্ষতস্থান এবং তাঁর আশেপাশে ঘোরাতে থাকুন। এক জায়গায় বরফ ধরে থাকলে শরীরের তাপমাত্রার ভারসাম্য নষ্ট হয়।
২) হাতের কাছে মজুত রাখুন ডায়োজিন বা ন্যানো সালফার জাতীয় মলম। অল্প পুড়লে ঠান্ডা জল দিয়ে ক্ষতস্থানটি কিছুক্ষণ ধুয়ে নিন। তারপরই লাগিয়ে দিন এই মলম। পোড়া জায়গা ভালভাবে না শুকনো অবধি অন্য কোনও ক্রিম বা সাবান ব্যবহার করবেন না।
৩) পোড়া জায়গায় ব্যথা হওয়া স্বাভাবিক। ব্যথা হলে প্যারাসিটামল জাতীয় ওষুধ খেতে পারেন। বেশি পুড়লে অযথা ভয় না পেয়ে দ্রুত স্থানীয় চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন।
আরও পড়ুন: ভাই স্বাস্থ্য সচেতন? ভাইফোঁটায় বাড়িতেই বানান চিনি ছাড়া মিষ্টি
৪) অনেক সময় চোখে আগুনের ফুলকি ঢোকে। সে ক্ষেত্রে কোনও অবস্থাতেই চোখ ঘষবেন না। বরং ঠান্ডা জলে চোখ ধুয়ে নিন।
৫) বাজি থেকে নির্গত কার্বন মনোক্সাইডে অনেক সময় শ্বাসকষ্ট হতে পারে। তাই তেমন হলে সঙ্গে সঙ্গে খোলা কোনও জায়গায় যান, যেখানে মুক্ত হাওয়া পাবেন। বাড়াবাড়ি হলে অবশ্যই অক্সিজেন নেওয়ার ব্যবস্থা করতে হবে।
৬) অনেকেই হয়তো জানেন না যে নারকেল তেল পুড়ে যাওয়া ত্বকের চিকিৎসায় দারুণ সহায়ক। নারকেল তেলের মধ্যে ভিটামিন ই রয়েছে যা ত্বকে পোড়া দাগ পড়তে দেয় না।
৭) ছোটখাটো ক্ষয়ের ক্ষেত্রে মধু খুব উপযোগী। পুড়ে যাওয়া অংশে আপনি মধু লাগাতে পারেন। মধুর মধ্যে থাকা অ্যান্টি-ইনফ্লেমেটরি ও অ্যান্টি-ব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য দ্রুত ক্ষত সারিয়ে তোলে।
দেখুন আরও অন্য খবর: