Placeholder canvas

Placeholder canvas
HomeকলকাতাNitish Kumar | Naveen Patnaik | নীতীশ-নবীন কথা ভুবনেশ্বরে

Nitish Kumar | Naveen Patnaik | নীতীশ-নবীন কথা ভুবনেশ্বরে

Follow Us :

নয়াদিল্লি: এবার ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েকের (Naveen Patnaik) সঙ্গে দেখা করলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার (Nitish Kumar Chief Minister of Bihar)। এবার বিরোধী জোটের সলতে পাকাতে নীতীশ ভুবনেশ্বরে গিয়ে নবীনের সঙ্গে সাক্ষাৎ করলেন। তবে বৈঠকে বিরোধী জোট নিয়ে কিছু আলোচনা হয়নি বলে জানা গিয়েছে। সূত্রের খবর, নীতীশ কুমার দু-চার দিনের মধ্যেই মুম্বই যাবেন এনসিপি প্রধান শরদ পাওয়ার (Sharad Pawar) এবং শিবসেনার (UBT) প্রধান উদ্ধব ঠাকরের (Uddhav Thackeray) সঙ্গে কথা বলতে। সব ঠিকঠাক থাকলে ১৭ কিংবা ১৮ মে পাটনায় বিজেপি বিরোধী মহাসম্মেলন হবে। ওই সম্মেলনে যাতে শরদ-উদ্ধব দুজনেই হাজির থাকেন, সে ব্যাপারে কথা বলতে নীতীশের মুম্বই যাওয়ার কথা। ইতিমধ্যেই জেডিইউ এক শীর্ষ নেতা মুম্বইয়ে শরদ এবং উদ্ধবের সঙ্গে কথা বলে এসেছেন।

নীতীশ কুমারের সঙ্গে সাক্ষাতের পর ওড়িশার মুখ্যমন্ত্রী বলেন,  শুধুই সৌজন্য সাক্ষাৎ ছিল। জোট বা রাজনীতি নিয়ে কোনও আলোচনা হয়নি। নবীন পাট্টনায়ক দীর্ঘদিনই জাতীয় রাজনীতির জটিল সমীকরণ থেকে নিজেকে দূরে রেখেছেন। কিছুটা হলেও নবীন কেন্দ্রের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখেই চলেন। নীতীশ ঘনিষ্ঠ সূত্রের দাবি, এবারেও নবীনকে বিরোধী শিবিরে শামিল করার ব্যাপারে বিশেষ আশাবাদী নন তিনি।

আরও পড়ুন: Abhishek Banerjee | তিনদিনের বীরভূম জেলা সফরে অভিষেক বন্দ্যোপাধ্যায় 

কেন্দ্রের বিজেপি সরকারকে উৎখাত করতে সব বিজেপি বিরোধী দলকে একত্রিত করার চেষ্টা চলছে। দুদিন আগেও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে ক্ষমতাচ্যুত করতে সব বিরোধী দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। এক সময়ের এনডিএ-র অন্যতম শরিক জনতা দল জোট ছেড়ে বেরিয়ে আসার পরই অন্যান্য বিরোধী দলগুলির সঙ্গে নীতীশ কুমারের সঙ্গে সখ্য বেড়েছে। অনেকেই তাঁকে প্রধানমন্ত্রী মুখ হিসেবেও দেখতে শুরু করেন। যদিও নীতীশ কুমার বারবার বলছেন, প্রধানমন্ত্রী হওয়ার কোনও বাসনা আমার নেই। আমি চাই বিজেপিকে হারাতে সব বিরোধী দল এক হোক।

বিহারে বিজেপির সঙ্গে জোট ভাঙার পরই নীতীশ কুমার দিল্লিতে গিয়ে কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধী, সিপিএম নেতা সীতারাম ইয়েচুরির সঙ্গে বৈঠক করেন। সনিয়া গান্ধীকে বিরোধী জোটের নেতৃত্ব কংগ্রেসের হাতে রাখার কথা বলেন তিনি। গত মাসে নীতীশ কুমার এবং বিহারের উপ-মুখ্যমন্ত্রী তেজস্বী যাদব (Tejaswi Yadav) নবান্নে বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। তিনিই নীতীশদের প্রস্তাব দেন, বিহার থেকেই শুরু হোক বিরোধী জেটের সলতে পাকানোর কাজ। তৃণমূলের মতো একাধিক আঞ্চলিক দল বিরোধী জোটের নেতৃত্ব কংগ্রেসের হাতে থাকার বিরোধিতা করে। তৃণমূল তো পরিষ্কার জানায়, কংগ্রেসের দাদাগিরি তারা মানবে না। কংগ্রেসকে (Congress) নিয়ে ছুঁৎমার্গ থাকা দলগুলির সঙ্গেও আলোচনা চালিয়েছেন তিনি। 

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
Jyotipriya Mallick | হাড়-মাংস-কিডনি-লিভার, জামিনে বালুর হাতিয়ার
00:00
Video thumbnail
Lok Sabha election 2024 | কলকাতা টিভিতে মুখোমুখি সৌমিত্র খাঁ ও সুজাতা মন্ডল, কী বললেন শুনে নেব
00:00
Video thumbnail
Arjun Singh | বিবাহ তিরে বিদ্ধ অর্জুন সিং, অভিরূপ সিং অর্জুনের পুত্র দাবি সোমনাথ শ্যামের
00:00
Video thumbnail
Suvendu Adhikari | '২৩ তারিখ ঘাটালের হিরোকে জিরো করবে', দেবকে নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর
00:00
Video thumbnail
Adhir Ranjan Chowdhury | 'হঠাৎ করে সমীকরণ বদলে যায় দিদির', কার্তিক মহারাজ ইস্যুতে অধীরের তোপ
02:39
Video thumbnail
Raj Bhavan | রাজভবনের ৩ কর্মীকে ফের তলব, হেয়ার স্ট্রিট থানায় হাজিরার নির্দেশ
02:02
Video thumbnail
Narendra Modi | 'ইসকন, রামকৃষ্ণ মিশনকে অপমান করেছেন মুখ্যমন্ত্রী', পুরুলিয়ায় মমতাকে নিশানা মোদির
11:22
Video thumbnail
Ghatal | ঘাটালে বিজেপির প্রচারে বাধার অভিযোগ, বিজেপি বিধায়ককে ঘিরে বিক্ষোভ তৃণমূল কর্মীদের
00:43
Video thumbnail
Curd | দইয়ের সঙ্গে খাবেন না এই ৫ খাবার!
01:21
Video thumbnail
Ghatal | ঘাটালে বিজেপির প্রচারে বাধার অভিযোগ তৃণমূল সমর্থকদের বিরুদ্ধে
00:53