Placeholder canvas

Placeholder canvas
HomeদেশLok Sabha Bypoll Result: পঞ্জাবে আপ মুখ্যমন্ত্রীর খাসতালুকে জয় অকালির, উত্তরপ্রদেশে দুটি...

Lok Sabha Bypoll Result: পঞ্জাবে আপ মুখ্যমন্ত্রীর খাসতালুকে জয় অকালির, উত্তরপ্রদেশে দুটি আসনে হেরে চাপে অখিলেশ

Follow Us :

কলকাতা টিভি ওয়েব ডেস্ক: লোকসভা উপনির্বাচনে পঞ্জাব এবং উত্তরপ্রদেশে জোর ধাক্কা খেল আম আদমি পার্টি এবং সমাজবাদী পার্টি৷ খোদ পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান সিংয়ের লোকসভা কেন্দ্রে হারের মুখ দেখল আপ৷ অন্যদিকে, উত্তরপ্রদেশের দুটি লোকসভা কেন্দ্রে প্রথমে পিছিয়ে থাকলেও শেষপর্যন্ত দুটিতেই জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী৷ ওই দুই কেন্দ্র সপার শক্ত ঘাঁটি বলে পরিচিত৷ একটি খাস অখিলেশ যাদবের কেন্দ্র৷ দুই কেন্দ্র হাতছাড়া হওয়ায় মুখ পুড়েছে অখিলেশের৷

গত ২৩ জুন তিনটি লোকসভা কেন্দ্রে উপনির্বাচন হয়৷ সেই উপনির্বাচনে পঞ্জাবের সানগ্রুর কেন্দ্রে পরাজয় হয়েছে অরবিন্দ কেজরিওয়াল দলের৷ এই কেন্দ্রের সাংসদ ছিলেন ভগবন্ত মান সিং৷ সদ্য বিধানসভা ভোটে বিপুল জয়লাভ পরের তাঁকে মুখ্যমন্ত্রী করেন কেজরিওয়াল৷ ফলে কেন্দ্রটি ফাঁকা হয়৷ উপনির্বাচনে সেই আসনে জয়ী হলেন শিরোমণি অকালি দলের প্রার্থী সিমরনজিৎ সিং মান৷ তিনি আপ প্রার্থী গুরমইল সিংকে ৬৮০০ ভোটে হারিয়েছেন৷ ফল ঘোষণার পর সিমরনজিৎ বলেন, ‘এটা দলের বড় দয়৷ এই উপনির্বাচনে আমরা সমস্ত জাতীয় দলকে পরাজিত করেছি৷’ সাংসদ হিসেবে তাঁর দায়িত্ব হবে, এই লোকসভা কেন্দ্রের কৃষকদের উন্নতির জন্য কাজ করা৷ এজন্য তিনি সবসময় রাজ্য সরকারের সঙ্গে সহযোগিতা করবেন বলে জানান৷

অন্যদিকে উত্তরপ্রদেশের রামপুর লোকসভা কেন্দ্রটি সপার থেকে ছিনিয়ে নিয়েছে বিজেপি৷ গেরুয়া প্রার্থী ঘনশ্যাম লোধি ৪০ হাজারের বেশি ভোটে জয়ী হয়েছেন৷ সপার আরও এক দূর্গ বলে পরিচিত আগমগড় কেন্দ্রে ভোটগণনায় প্রথমে পিছিয়ে থাকলেও শেষ পর্যন্ত ১১ হাজার ভোটে জেতেন বিজেপি প্রার্থী দীনেশলাল যাদব৷ এই আগমগড়ের সাংসদ ছিলেন অখিলেশ যাদব৷ যিনি বর্তমানে বিধানসভার বিরোধী দলনেতা৷ অন্যদিকে রামপুর কেন্দ্রের সাংসদ ছিলেন সপার দাপুটে নেতা আজম খান৷ বিধানসভা ভোটে রামপুর থেকে জিতে বিধায়ক হন তিনি৷

ভোটের ফলাফল দেখে সপাকে কটাক্ষ করেছেন রাজ্যের উপমুখ্যমন্ত্রী কেশব মৌর্য৷ তিনি বলেন, ‘রামপুর এবং আজমগড়ের মানুষ ঔদ্ধত্য, গুন্ডামির বিরুদ্ধে মত দিয়েছেন৷ জাত-পাত এবং তোষণের ভিত্তিতে এখন নির্বাচনে জেতা যায় না৷ শুধু পিছিয়ে পড়ারা নয়, সব শ্রেণির মানুষ আমার অপমানের জবাব অখিলেশ যাদব এবং আজম খানকে দিয়েছে৷’ উল্লেখ্য, গত ২০ জুন কেশব মৌর্যকে কটাক্ষ করে আজম খান বলেছিলেন, উপমুখ্যমন্ত্রীর পদ ভিক্ষায় দেওয়া হয়েছে৷

আরও পড়ুন: Manik Saha: জীবনের প্রথম ভোটে ৬ হাজারে জয়, মুখ্যমন্ত্রীর কুর্সি ধরে রাখলেন মানিক

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
Kalna News | কালনায় জুতোর গোডাউনে ভয়াবহ আগুন, গ্রিল ভেঙে উদ্ধার বাড়ির মালিক
01:27
Video thumbnail
ধর্মযুদ্ধে রণহুঙ্কার | বলছে, বিনা পয়সায় চাল দিচ্ছি, একদম মিথ্যে কথা, আমরা দিচ্ছি চালের টাকা N
05:29
Video thumbnail
Murshidabad News | মুর্শিদাবাদের সালারে তৃণমূল নেতার বাড়ি লক্ষ করে বোমাবাজি, বোমাবাজিতে জখম পুলিশ
03:00
Video thumbnail
Top News | বঙ্গ বিজেপির বিজ্ঞাপন বিভ্রাট! বিজেপি কর্মীদের মারধর ও হুমকির অভিযোগ
44:17
Video thumbnail
Beyond Politics | নেহেরু না মোদি ?
11:54:56
Video thumbnail
Kalna Fire | কালনায় একটি ব্যবসায়ীর বাড়িতে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ৩টি ইঞ্জিন
02:06
Video thumbnail
Sandeshkhali News | সন্দেশখালিতে নতুন উত্তেজনা মহিলাদের হাতে ঝাঁটা, কটাক্ষ তৃণমূলের
06:46
Video thumbnail
North Dinajpur News | উত্তর দিনাজপুরের চাকুলিয়ায় উল্টে গেল ‌কলকাতা-শিলিগুড়ি বাস!মৃত ২, আহত ১৫
01:23
Video thumbnail
Abhishek Banerjee | প্রতিমা মণ্ডলের সমর্থনে, ডায়মন্ড হারবারে রোড শো করবেন তৃণমূল সেনাপতি
02:55
Video thumbnail
Cpim News | সব্যসাচী চ্যাটার্জির হয়ে জাপানি গেট থেকে কদমতলা পর্যন্ত প্রচারে কর্মী সমর্থকরা
01:18