হায়দরাবাদ: কড়া নিরাপত্তার ঘেরাটোপে শুরু হল তেলঙ্গানার (Telangana) বিধানসভা নির্বাচনের (Assembly Elections) ভোটগ্রহণ। রাজ্যের ১১৯টি আসনে চলবে ত্রিমুখী লড়াই। শাসকদল ভারত রাষ্ট্র সমিতি (BRS) ছাড়াও দৌড়ে শামিল কংগ্রেস (Congress) এবং বিজেপি (BJP)। ভোট চলবে সন্ধে ৬টা পর্যন্ত। ১০৯টি জাতীয় এবং আঞ্চলিক দলের ২২৯০ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবেন ৩.১৭ কোটি জনতা। এবারের নির্বাচনে মহিলা প্রার্থী ২২১ জন এবং একজন ট্রান্সজেন্ডার।
শাসকদল বিআরএস-এর লক্ষ্য টানা তৃতীয় দফায় সরকার গড়া। প্রতিশ্রুতি এবং তার পালনকেই প্রচারের হাতিয়ার করেছিল তারা। এদিকে বিজেপির প্রচারে ছিল শুধুই দুর্নীতি এবং অপশাসনের অভিযোগ। সরকার গড়তে আশাবাদী কংগ্রেসও। শেষ পর্যন্ত কার ভাগ্যে শিকে ছেঁড়ে তা জানা যাবে ৩ ডিসেম্বর, সেদিনই নির্বাচনের ফলাফল।
T-Congress President @revanth_anumula in Gopuja at Kodangal on voting day. #TelanganaElections pic.twitter.com/D3fcwugkmO
— M9.NEWS (@M9Breaking) November 30, 2023
আরও পড়ুন: উত্তরকাশীর উদ্ধারকাজকে কুর্নিশ মুম্বইয়ের
মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও (K Chandrashekhar Rao), তাঁর ছেলে মন্ত্রী কে টি রামা রাও, প্রদেশ কংগ্রেস সভাপতি এ রেবন্ত রেড্ডি (A Revant Reddy), বিজেপির লোকসভার সদস্য বন্দি সঞ্জয় কুমার, ডি অরবিন্দের মতো হেভিওয়েট প্রার্থীরা নির্বাচনে লড়ছেন। কেসিআর দুটি আসনে লড়ছেন, তাঁর নিজের কেন্দ্র গাজেওয়াল এবং কামারেড্ডি। গাজেওয়ালের তাঁর প্রতিদ্বন্দ্বী বিজেপি নেতা এটেলা রাজেন্দর এবং কামারেড্ডিতে লড়াই কংগ্রেস সভাপতি রেবন্ত রেড্ডির সঙ্গে। এই দুই নেতাও দুটি করে আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিজেপির রাজেন্দর গাজেওয়াল ছাড়াও হুজুরাবাদে দাঁড়িয়েছেন এবং রেড্ডি লড়ছেন কোডাঙ্গাল থেকে।