কলকাতা: হামের টিকায় কেলেঙ্কারির অভিযোগ। ভারতে কেবল ২০২২ সালে হামের টিকা পায়নি ১১ লক্ষ শিশু। সোমবার এমনই তথ্য সামনে এনেছে হু এবং ইউনিসেফ।
মার্কিন সংস্থা সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল এই তথ্য তাদের রিপোর্টে ব্যবহার করেছে। অর্থাৎ মার্কিন সংস্থা রিপোর্টকে মান্যতা দিয়েছে। এদিকে এই বড়সড় কেলেঙ্কারির অভিযোগকে অস্বীকার করে উড়িয়েছে ভারত। ভারত সরকারের বক্তব্য, ১১ লক্ষ নয়, টিকা পায়নি মাত্র ২১ হাজার শিশু। তবে ক্ষুধা সূচক থেকে বৈষম্য, যে কোনও সমালোচনাকেই এভাবে ওড়াচ্ছে ভারত। তাই ভারত সরকারের বয়ানে তেমন আস্থা রাখতে পারছেন না অনেকে।
আরও পড়ুন: যমজ কন্যার ‘বিতাড়িত’ মা ১১ বছর পর ঘরে ফিরলেন
উল্লেখ্য, ২০২২ সালে ভারতে অন্তত ১১ লক্ষ শিশু হামের প্রথম টিকা নিতে পারেনি। করোনা পরবর্তী সময়ে এই গাফিলতি হয়েছে বলে মত হু ও আমেরিকার রোগ নিয়ন্ত্রক ও প্রতিরোধ সংগঠন সিডিসির।