দাসপুর: জমজ কন্যা সন্তান জন্ম দেওয়াই ঠাঁই হল না শ্বশুর বাড়িতে। স্ত্রীর অধিকার পেতে ১১ বছর পর কুড়ুল হাতে স্বামীর বাড়ির দরজার তালা ভেঙে বাড়িতে ঢুকল বধূ। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের দাসপুর থানার বেলিয়াঘাটা গ্রামে।
জানা গিয়েছে, দাসপুরের কুমারচক গ্রামের বাসিন্দা মৌমিতা ঘোড়ইয়ের সঙ্গে বিয়ে হয় বিদ্যুৎ ঘোড়ইয়ের। বিয়ের পর থেকে সংসার চলছিল সুখের। বিয়ের পরে মৌমিতার দুই জমজ কন্যা সন্তানের জন্ম দেন। তারপর থেকেই শুরু হয় গণ্ডগোল। বিদ্যুৎ ও তাঁর পরিবারের সদস্যরা মৌমিতাকে পাঠিয়ে দেন বাপের বাড়িতে। কন্যা সন্তান হওয়ার কারণে মৌমিতাকে আর বাড়িতে ফিরিয়ে আনার কোনও উদ্যোগ নেয়নি শ্বশুর বাড়ির লোকজন। কোনও উপায় না পেয়ে একাধিকবার গ্রামবাসী থেকে শুরু করে পুলিশ প্রশাসনের দ্বারস্থ হন মৌমিতা। কন্যা সন্তান জন্ম দেওয়ার কারণে মৌমিতাকে কোনওভাবেই বাড়িতে তুলে ঢুকতে দিতে নারাজ বিদ্যুৎ ও তাঁর পরিবার।
আরও পড়ুন: সুড়ঙ্গে আটকে থাকা শ্রমিকদের ভাত-রুটি দেওয়ার ব্যবস্থা শুরু
এই নিয়ে ইতিমধ্যে মৌমিতা আদালতের দ্বারস্থ হয়েছেন। আর সেই মৌমিতাই আজ স্থানীয় কিছু মানুষজনের সহযোগিতায় জোরপূর্বক স্বামীর বাড়িতে আসেন। যদিও এদিন মৌমিতার স্বামী বাড়িতে ছিলেন না। অন্যত্রে গা ঢাকা দিয়েছে বলে খবর। মৌমিতার দাবি, তাঁর স্বামী দ্বিতীয় বিয়ে করেছেন তাঁকে ডিভোর্স না দিয়ে । এদিকে মৌমিতার পাশে দাঁড়িয়েছেন বেলিয়াঘাটার গ্রামবাসীরা। যদিও এ বিষয়ে, বিদ্যুৎয়ের ভাই প্রদ্যুতের দাবি, বিষয়টি বিচারাধীন আদালতে। দাদা দ্বিতীয় বিয়ে করেননি। এই বিষয়ে বিশেষ কিছু বলব না।