Homeদেশশান্তিনিকেতনের পর এবার 'ওয়ার্ল্ড হেরিটেজ' তকমা পেল কর্নাটকের 'হোয়েসলা মন্দির'

শান্তিনিকেতনের পর এবার ‘ওয়ার্ল্ড হেরিটেজ’ তকমা পেল কর্নাটকের ‘হোয়েসলা মন্দির’

বিশ্বের দরবারে ভারতের জয়জয়কার

Follow Us :

নয়াদিল্লি: ভারতের মুকুটে নয়া পালক। বিশ্বের দরবারে ভারতের জয়জয়কার। সম্প্রতি,’ওয়ার্ল্ড হেরিটেজ’ (World Heritage) তকমা পেয়েছে শান্তিনিকেতন (Santiniketan)। এবার কর্নাটকের (Karnataka) হোয়সালা স্থাপত্যের মন্দিরকে (Hoysala Temple) ‘ওয়ার্ল্ড হেরিটেজ’ তকমা ইউনেস্কোর (Unesco)। মন্দিরগুলি হেরিটেজের তালিকায় স্থান পাওয়ায়, পর্যটকদের ঢল নামবে বলে মনে করছে ভারত সরকার। এই নিয়ে দেশের ৪২টি সৌধ বিশ্বের হেরিটেজ সাইটের তালিকায় এসেছে।

কর্নাটকের হোয়েসলা মন্দির হেরিটেজ (Heritage) তকমা পাওয়ায় অভিভূত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আনন্দ প্রকাশ করে টুইটারে তিনি লিখেছেন, ভারতের জন্য আরও গর্বের বিষয়!হোয়েসলা মন্দিরের কালজয়ী সৌন্দর্য এবং জটিল বিবরণ ভারতের সমৃদ্ধশালী সাংস্কৃতিক ঐতিহ্য এবং আমাদের পূর্বপুরুষদের ব্যতিক্রমী কারুকার্যের প্রমাণ।

আরও পড়ুন: বুধবার নতুন সংসদ ভবনে পাস হতে পারে মহিলা সংরক্ষণ বিল

সৌদি আরবে গত ১০ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে ইউনেস্কোর সমাবেশ। সেখান থেকেই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতনকে ‘ওয়ার্ল্ড হেরিটেজ’ তকমা দিয়েছে ইউনেস্কো (Unesco)। আর এদিন সেই সমাবেশে কর্নাটকের রাজবংশীদের বিশেষ স্থাপত্যে মন্দিরগুলির মাথায় বিশ্বের ঐতিহ্যবাহী স্থানের মুকুট পরানো হয়েছে। বেলুর, হালেবিড ও সোমনাথপুরার হোয়সালা মন্দিরগুলিকে ‘ওয়ার্ল্ড হেরিটেজ’ হিসেবে বিবেচনা করার জন্য ভারত মনোনয়ন পাঠিয়েছিল। তারপরই কর্নাটকের হাম্পির এই সৌধসমূহকে ইউনেস্কো হেরিটেজ তালিকায় স্থান দিয়েছে।

কয়েকদিন আগে কবিগুরু রবীন্দ্রনাথের শান্তিনিকেতন (Santiniketan) বিশ্ব হেরিটেজের তকমা পেয়েছিল। তবে, ইউনেস্কোর তালিকায় শান্তিনিকেতন যে স্থান পেতে চলেছে, তা গত রবীন্দ্র জয়ন্তীর দিনে কেন্দ্রীয় সরকারের তরফে ইঙ্গিত দেওয়া হয়। রবিবার এক টুইট বার্তায় সরকারিভাবে তা ঘোষণা করা হয়। শান্তিনিকেতন বিশ্ব হেরিটেজের তালিকায় স্থান পাওয়ায়, বার্সেলোনা থেকে টুইট করে উচ্ছাস প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

শুধু শান্তিনিকেতন নয়, পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি দ্রষ্টব্য ইতিমধ্যে পেয়েছে ইউনেস্কোর বিশ্ব হেরিটেজের তালিকায়। এর মধ্যে আছে দার্জিলিং টয় ট্রেন, সুন্দরবন। দুর্গাপুজোকেও স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো। এছাড়া, ভারতে ইউনেস্কোর বিশ্ব হেরিটেজের তালিকায় রয়েছে আগ্রা ফোর্ট, অজন্তা ও ইলোরা গুহা, তাজমহল, নালন্দা মহাবিহার, সাঁচির বৌদ্ধস্তূপ, ছত্রপতি শিবাজি টার্মিনাস, গোয়ার চার্চ, ফতেপুর সিক্রি, হিমালয়ান ন্যাশনাল পার্ক, কাজিরাঙা জাতীয় উদ্যান, ওডিশার কোনারক সূর্যমন্দিরের মতো জায়গাগুলি।

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
Lok Sabha Elections 2024 | বুথে ভুলভাবে রাখা হয়েছে ইভিএম, প্রিসাইডিং অফিসারকে ধমক অরূপ চক্রবর্তীর
01:21:29
Video thumbnail
Lok Sabha Elections 2024 | বুথের নিরাপত্তার দায়িত্বে নশো উনিশ কোম্পানি বাহিনী
01:01:09
Video thumbnail
Lok Sabha Elections 2024 | বাংলায় ৮ কেন্দ্রে নির্বাচন, নিরাপত্তার ঘেরাটোপে প্রতিটি কেন্দ্র
01:08:56
Video thumbnail
Cyclone Remal | আর কত দূরে রেমাল? ঘূর্ণিঝড়ে তছনছ হবে কলকাতা?
08:44:22
Video thumbnail
Loksabha Election | সোনাচূড়ায় বিজেপির 'অবাধ ছাপ্পা', নন্দীগ্রামে শুভেন্দুর 'কীর্তি ফাঁস' দেবাংশুর
08:21:13
Video thumbnail
বিজেপি প্রার্থীর ধাক্কায় পড়ে গেলেন মহিলা ভোটারতারপর কী হলো দেখুন
03:13:24
Video thumbnail
Lok Sabha Elections 2024 | অস্বস্তিতে অভিজিৎ গঙ্গোপাধ্যায়, ঘিরে ধরে চোর চোর স্লোগান
11:00:53
Video thumbnail
Cyclone Remal | প্রচণ্ড গতিতে ধেয়ে আসছে রেমাল, কলকাতা থেকে ঠিক কত দূরে?
08:22:18
Video thumbnail
গড়বেতায় উড়ে এল ইট, ঝরল রক্ত কি হল বিজেপি প্রার্থীর ? দেখুন অসম্পাদিত ভিডিও
07:02:48
Video thumbnail
Stadium Bulletin | জন্মদিনে কি মহিমা দেখাবেন নারায়ণ?
17:46