Placeholder canvas

Placeholder canvas
HomeScrollসনিয়ার গয়নার মূল্যই এক কোটি, জানা গেল হলফনামায়  
Sonia Gandhi

সনিয়ার গয়নার মূল্যই এক কোটি, জানা গেল হলফনামায়  

সরস্বতী পুজোর দিন মনোনয়ন জমা দিয়েছেন সনিয়া

Follow Us :

নয়াদিল্লি: সনিয়া গান্ধীকে (Sonia Gandhi) কখনও গয়নাগাঁটি পরতে দেখা যায় না। অথচ তাঁর কাছে এক কোটি টাকার বেশি মূল্যের গয়না রয়েছে। এই হিসেব তিনি নিজেই দিয়েছেন। রাজ্যসভার (Rajysasabha) প্রার্থী হিসাবে বুধবার নিজের মনোনয়নপত্র জমা দিয়েছেন সনিয়া। সেই সঙ্গেই নির্বাচন কমিশনকে নিজের সম্পত্তির খতিয়ান দিয়েছেন তিনি।

এর আগে সাতবার লোকসভায় (Loksahbha) জিতেছেন কংগ্রেস নেত্রী। এই প্রথমবার রাজ্যসভার প্রার্থী হতে চলেছেন তিনি। কেন্দ্র হিসেবে রাজস্থানকে বেছে নিয়েছেন সনিয়া। রায়বরেলি তাঁর লোকসভার ‘হোমগ্রাউন্ড’। কিন্তু তিনি জানিয়েছেন, অসুস্থতার জন্যই রায়বরেলি ছাড়তে হচ্ছে।

আরও পড়ুন: অ্যাকাউন্ট ফ্রিজ, পরে তা খোলা হল, স্বস্তিতে কংগ্রেস

ভ্যালেন্টাইন্স ডে তথা সরস্বতী পুজোর দিন মনোনয়ন জমা দিয়েছেন সনিয়া। সেই সঙ্গেই দিয়েছেন আর্থিক অবস্থার হলফনামা। হলফনামা বলছে, সনিয়ার মোট সম্পত্তির মূল্য ১২ কোটি ৫৩ লক্ষ ৭৬ হাজার ৮২২ টাকা। যার মধ্যে অস্থাবর সম্পত্তি ছ’কোটি ৩৮ লক্ষ ১১ হাজার ৪১৫ টাকার। এই অস্থাবর সম্পত্তির মধ্যে রয়েছে নগদ অর্থ, সোনার গহনা, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে পাওয়া রয়্যালটি, নানা রকম বিনিয়োগ থেকে প্রাপ্য অর্থ, এ ছাড়াও রয়েছে বন্ড, ব্যাঙ্কে জমা টাকা।

সনিয়ার স্থাবর সম্পত্তি ৬.১৫ কোটি টাকার। উত্তরাধিকার সূত্রে পাওয়া সনিয়ার ইতালির বাড়ি এর মধ্যেই আছে। জন্মভূমিতে সনিয়ার ভাগের মূল্য ২৬.৮৪ লক্ষ টাকা। এদিকে অস্থাবর সম্পত্তির মধ্যে গয়না রয়েছে ১ কোটি ৭ লক্ষ ১৫ হাজার ৪৯০ টাকার। এর মধ্যে ১ কেজি ৩০০ গ্রাম সোনার গয়না (মূল্য ৪৯.৯৫ লক্ষ টাকা), ৮৮ কেজির রুপোর গয়না রয়েছে।

দেখুন অন্য খবর:

RELATED ARTICLES

Most Popular