কলকাতা: সম্প্রতি সিংহ এবং সিংহীর নামকরণ বিতর্কে ত্রিপুরার মুখ্য বন সংরক্ষণবিদ প্রবীণ লাল আগরওয়ালকে সাসপেন্ড করল সরকার। কেন সিংহের নাম আকবর, আর সিংহীর নাম সীতা রাখা হবে, আর কেনই বা তাদের একই ঘেরাটোপ রাখা হবে, এই নিয়ে আপত্তি জানিয়ে আদালতের দ্বারস্থ হয় বিশ্ব হিন্দু পরিষদ।
বর্তমানে শিলিগুড়ির সাফারি পার্কে ওই সিংহ আর সিংহীকে রাখা হলেও, তাদের দুজনকেই গত ১৩ ফেব্রুয়ারি ত্রিপুরার বিশালগড়ের সিপাহিজলা জুলজিক্যাল পার্ক থেকে নিয়ে আসা হয়। এ রাজ্যের বন দফতরের তরফে জানানো হয়, ত্রিপুরাতেই ওই সিংহ আর সিংহীর নামকরণ করা হয়েছিল। নতুন করে কোনও নামকরণ করা হয়নি। এর মাঝেই গত শনিবার ত্রিপুরার মুখ্য বন সংরক্ষণবিদ প্রবীণ লাল আগরওয়ালকে সাসপেন্ড করা হল। নামকরণ বিতর্কের জেরেই এই সাসপেনশন বলে ত্রিপুরা প্রশাসন সূত্রে খবর।
এদিন মামলার শুনানিতে বিচারপতি ভট্টাচার্য বলেন, কারা এই নাম রেখেছেন? এত বিতর্ক কারা তৈরি করছেন? কোনও পশুর নাম কি কোনও দেবতা, পৌরাণিক নায়ক, স্বাধীনতা সংগ্রামী অথবা নোবেলজয়ী ব্যক্তির নামে রাখা যায়? সিংহ-সিংহীর নাম আকবর আর সীতার নামে রেখে শুধু শুধু বিতর্ক ডেকে আনা হয়েছে।