নারী প্রজনন ক্ষমতার অধিকারিণী (power to reproduce)। একটি নতুন প্রাণ সৃষ্টি করার কারণেই নারী শরীরে রয়েছে আরও অনেক অজানা দিক। আবার নারী শরীর সংক্রান্ত রয়েছে বেশ কিছু ভ্রান্ত ধারনাও। কোনটা ঠিক কোনটা ভ্রান্ত এই সব নিয়েই আজকের এই বিশেষ প্রতিবেদন। রইল বিস্তারে-
(ছবি সৌজন্য: Unsplash)
মদ খেলে মহিলাদের নেশা হয় তাড়াতাড়ি: যদিও মদের নেশা কার কত তাড়াতাড়ি হচ্ছে তা একাধিক কারণের উপর যেমন নির্ভরশীল। তেমনই আবার ব্যক্তি বিশেষে এটা আলাদা আলাদা হয়। তবে এর একটা বৈজ্ঞানিক ব্যখ্যাও রয়েছে। বিজ্ঞান অনুযায়ী পুরুষের তুলনায় মহিলাদের শরীরে ওয়াটার টিস্যু (water tissue) কম থাকে। আর এই কারণে অল্পেই নেশা হয়ে যায় মহিলাদের। তাই বেশি মদ খেয়ে সহজে হজমও করতে পারেন না মহিলারা। (ছবি সৌ: Unsplash)
পুরুষদের তুলনায় মহিলাদের কম ঘাম হয়: এক্ষেত্রেও সেই ওয়াটার টিস্যুই এর কারণ। বিজ্ঞান মতে একজন প্রাপ্তবয়স্ক পুরুষের শরীর ৬৫ শতাংশ ওয়াটার টিস্যু থাকে। সেখানে মহিলাদের শরীরে ওয়াটার টিস্যু থাকে ১০ শতাংশ, মানে ৫৫ শতাংশ। এই কারণেই পুরুষদের তুলনায় মহিলাদের ঘাম কম হয়। (ছবি সৌ: Unsplash)
মহিলাদের ইমিউন সিস্টেম শক্তিশালী হয়: অনেকেই এটা জানেন না। তবে এই কথা একেবারেই খাঁটি। মহিলাদের ইমিউন সিস্টেম (immune system) পুরুষদের তুলনায় বেশি শক্তিশালী। এই কারণেই পুরুষদের তুলনায় মহিলারা বেশি দিন বাচেন। এর কারণ হল নারী শরীরে যে সব হরমোন্স (hormones) রয়েছে সেগুলো যে কোনও ধরনের ইনফেকশন (infections) বা সংক্রমণের বিরুদ্ধে লড়তে বেশ সক্ষম। (ছবি সৌ: Unsplash)
মহিলাদের ইউট্রাসের আকার বেড়ে যায়: ইউট্রাস (uterus) অর্থাৎ জরায়ু, মহিলাদের প্রজনন প্রক্রিয়ার (reproduction sytem) একটি অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। তবে জানেন কী এই জরায়ু সময়ের সঙ্গে সঙ্গে নারীর শরীরের পরিবর্তন অনুযায়ী নিজের আকার বদলায়। (ছবি সৌ: Unsplash)
যেমন ইউট্রাস (uterus) প্রথমে এটা আকারে একটা পাতিলেবুর (size of a lemon) মতো হয়। তবে প্রেগনেন্সির (pregnancy) সময় এটা বেড়ে আকারে তরমুজের মতো (turns in to a size of water melon) হয়ে যায়। (ছবি সৌ: Unsplash)
নারী শরীর বেশি ফ্লেক্সিবেল: পুরুষদের তুলনায় নারী শরীর বেশি ফ্লেক্সিবেল। তার কারণ নারী শরীরের পরিবর্তন এমন ভাবে হয় যে সেটা সময়ের সঙ্গে সঙ্গে সন্তান ধারনে ক্ষমতাসম্পন্ন হয়ে ওঠে। এই কারণে মহিলাদের শিরদাঁড়া পুরুষদের তুলনায় বেশি নমনীয় হয়। (ছবি সৌ: Unsplash)
শেয়ার করুন