Placeholder canvas

Placeholder canvas
HomeCurrent NewsNavjot Singh Sidhu: হাই কমান্ডের নির্দেশে সভাপতি পদে ইস্তফা পঞ্জাব কংগ্রেস নেতা...

Navjot Singh Sidhu: হাই কমান্ডের নির্দেশে সভাপতি পদে ইস্তফা পঞ্জাব কংগ্রেস নেতা নভজ্যোত সিং সিধুর

Follow Us :

কলকাতা টিভি ওয়েব ডেস্ক: কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর নির্দেশে পদত্যাগ করলেন নভজ্যোত সিং সিধু৷ সোনিয়া গান্ধীর নির্দেশেই বুধবার পদত্যার করেছেন বলে সিধু টুইট করে জানিয়েছেন৷ তিনি টুইটে লিখেছেন, ‘‘কংগ্রেস সভাপতির ইচ্ছা অনুযায়ী আমি আমার পদত্যাগপত্র পাঠিয়েছি৷’’ তিনি সোনিয়া গান্ধীকে উদ্দেশ্য করে তাঁর চিঠির একটি অনুলিপি টুইটারে পোস্ট করেন।

পঞ্জাবে কংগ্রেসের পরাজয়ের পরে সিধু সংবাদ মাধ্যমে তাঁর প্রথম প্রতিক্রিয়ায় রাজ্যবাসীকে শুভেচ্ছা জানান৷ আম আদমি পার্টিকে ক্ষমতায় আনা “চমৎকার” সিদ্ধান্ত বলে পঞ্জাবের জনগণের প্রশংসা করেন৷ রাজ্য সভাপতি হয়ে কী করে দলের হারকে সহজেই মেলে নিলেন? প্রশ্ন করতেই সিধু জানান, জনগণ পরিবর্তন বেছে নিয়েছে এবং তারা কখনই ভুল নয়। সিধুর কথায়, ‘‘মানুষের কন্ঠ ঈশ্বরের কণ্ঠস্বর। আমাদের উচিত নম্রতার সঙ্গে বোঝা এবং এর কাছে মাথা নত কর৷’’

পাঁচ রাজ্যের বিধানসভা ভোটে ভরাডুবির দায় প্রদেশ কংগ্রেস নেতৃ্ত্বের উপর দিয়েছেন কংগ্রেস হাই কমান্ড৷ সেই অপরাধে মঙ্গলবার কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধী পাঁচ রাজ্যের প্রদেশ কংগ্রেস সভাপতিদের ইস্তফা দেওয়ার নির্দেশ দেন৷ সেই নির্দেশে পদত্যাগ সিধুর৷ যদিও ইস্তফা নির্দেশের আগেই গোয়া কংগ্রেস সভাপতি নির্বাচনী ভরাডুবির দায় নিয় পদ থেকে সরে দাঁড়ান গিরীশ চোড়নকর৷

আরও পড়ুন: India-Pakistan: পাকিস্তানের ভূখণ্ডে ভারতের মিসাইল, তদন্তে কেন্দ্রীয় সরকার

মঙ্গলবার রাতে কংগ্রেস মুখপাত্র রণদীপ সিং সুরজেওয়ালা টুইট করে সোনিয়া গান্ধীর নির্দেশ টুইট করে জানান৷ পাঁচ রাজ্য কংগ্রেস সভাপতিদের ইস্তফাদানের কথা জানান৷ লেখেন, উত্তরপ্রদেশের অজয় কুমার লাল্লু, পঞ্জাবের নভজ্যোৎ সিংহ সিধু, উত্তরখণ্ডের গণেশ গোদীয়াল, এবং মণিপুর প্রদেশ কংগ্রেস সভাপতি এন লোকেন সিংহকে ইস্তফা দিতে বলা হয়েছে৷

 

RELATED ARTICLES

Most Popular