নয়াদিল্লি: বিচার ব্যবস্থাকে হীন প্রতিপন্ন করার প্রচেষ্টার বিরোধিতায় প্রাক্তন বিচারপতিরা। লোকসভা নির্বাচনের (Lok Sabha Election 2024) আবহে দেশের বিচারব্যবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন ২১ জন অবসরপ্রাপ্ত বিচারক এবং বিচারপতি। প্রধান বিচারপতি ডি-ওয়াই চন্দ্রচূড়কে চিঠি ২১ প্রাক্তন বিচারপতির (21 EX Judges)। চিঠিতে উল্লেখ করা হয়েছে যে, বিচারব্যবস্থার (Judiciary) উপর মানুষের আস্থা নষ্ট করার চক্রান্ত করা হচ্ছে। সমাজের বিশেষ কিছু অংশ হিসাব কষে চাপ সৃষ্টি করছে, দিচ্ছে ভুল তথ্য, জনমানসে বিচার ব্যবস্থাকে অপমানিত করার প্রচেষ্টা করছে।
চিঠিতে প্রাক্তন বিচারপতিরা দাবি করেন, সংকীর্ণ রাজনৈতিক স্বার্থে এবং ব্যক্তিগত লাভের জন্য বিচারব্যবস্থার প্রতি মানুষের আস্থা নষ্ট করার সেই প্রচেষ্টা আমাদের নজরে এসেছে। বিচার ব্যবস্থার বিরুদ্ধে মানুষের আবেগকে কাজে লাগাতে যেভাবে ভুল তথ্য অথবা খবর দিয়ে বিষয়টি পরিচালিত হচ্ছে, তাতে আমরা উদ্বিগ্ন। এটি শুধু অনৈতিক নয়, একইসঙ্গে আমাদের গণতান্ত্রিক ব্যবস্থার প্রাথমিক নীতির সম্পূর্ণ বিরোধী। যে বিচার বিভাগীয় সিদ্ধান্ত নিজের পক্ষে যাচ্ছে, সেগুলোকে বাছাই করে একদিকে রাখা এবং স্বার্থ বিরোধী অন্য রায়ের সমালোচনা আদতে আইনি শাসন ব্যবস্থার ক্ষতি করছে। চিঠিতে লিখেছেন প্রাক্তন বিচারপতিরা। চিঠি’র শিরোনাম তথা বিষয়বস্তু: অনাকাঙ্ক্ষিত চাপের হাত থেকে বিচার ব্যবস্থার সুরক্ষার প্রয়োজনে। দীপক ভার্মা, কৃষ্ণ মুরারি, দিনেশ মাহেশ্বরী, এম আর শাহ সহ দেশের বিভিন্ন হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের (Supreme Court ) বিচারপতিরা চিঠিতে স্বাক্ষর করেছেন।
অন্য খবর দেখুন