আলিপুরদুয়ার: আলিপুরদুয়ারে (Alipurduar) সাতসকালে হাতির (Elephant) আতঙ্ক তৈরি হয়েছে। দিনের আলোয় দাপিয়ে বেড়াচ্ছে হাতির দল। বাড়ি ঘরে ভাঙচুর চালানো, ক্ষেতের ফসল নষ্ট করার আশঙ্কা তৈরি হয়েছে।
গ্ৰামে দাপিয়ে বেড়াচ্ছে ৩০ টি বুনো হাতির দল । আলিপুরদুয়ার জেলার মাদারিহাট (Madarihat) মেঘনাদ সাহা নগড় এলাকায় শুক্রবার সকালে গ্ৰামে দাপিয়ে বেড়াচ্ছে বুনো হাতি । জলদাপাড়া (Jaldapara) জাতীয় উদ্যানের জঙ্গল থেকে বুনো হাতির দল গ্ৰামে প্রবেশ করেছে। এদিন সকালে পথ চলতি মানুষরা হাতির মুখোমুখি হয়ে পড়েন। দিনের আলোতে গ্ৰামের রাস্তায় চলছে হাতির দল । ঘটনাস্থলে জলদাপাড়া বনবিভাগের বনকর্মীরা পৌঁছেছেন।
আরও পড়ুন: পুজোর থিম বিশ্ব শান্তি নজর কাড়ছে
গ্রামবাসীরা জানিয়েছেন, হাতির দাপাদাপিতে ঘুম ভেঙেছে। লাঠিসোঁটা নিয়ে আমরা বাড়ি ঘর আগলে রেখেছি। একসঙ্গে অনেক হাতির দল ভয় তো লাগবেই। বন দফতরে খবর দেওয়া হয়। সেখানে এসে পৌঁছেছেন বন কর্মীরা।
আরও খবর দেখুন