কলকাতা: বিমান বসুকে (Biman Basu) পাশে নিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী (Adhirranjan Chowdhury) একযোগে তৃণমূল ও বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের ডাক দিলেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বললেন, বহরমপুরে হারলে আমি রাজনীতি থেকে ছুটি নিয়ে নেব। এত বড় কথা বলে দিলাম আজকে। মমতা বন্দ্যোপাধ্যা কি চ্যালেঞ্জ গ্রহণ করে বলতে পারবেন? বহরমপুরে জিতলে তাঁর জয় বা হারলে তাঁর হার হবে? রবিবার কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করেন অধীর ও বিমান।
এদিন প্রদেশ কংগ্রেস সভাপতি মমতার দিকে তির ছুঁড়ে বলেন, নীতীশ কুমার যেমন পাল্টুকুমার হয়ে বিরোধী জোট ইন্ডিয়া ছেড়ে পালিয়ে গিয়েছেন তেমনি বাংলার দিদিও পাল্টিকুমারী হয়ে পালিয়ে গিয়েছেন।
আরও পড়ুন: কলকাতায় বহুতল থেকে পড়ে ছাত্রীর রহস্যমৃত্যু
অধীর চৌধুরী আরও বলেন, আমার সঙ্গে মমতার বিরোধ সর্বজনবিদিত। উনি কি কখনও বলেছিলেন অধীর থাকলে ইন্ডিয়ায় থাকব না? এদিন বিজেপির সঙ্গে তৃণমূলের বোঝাপড়ার অভিযোগ তোলেন অধীর। তিনি বলেন, বোঝাপড়া রয়েছে বলেই অনেক ঢক্কানিনাদের পর ডায়মন্ডহারবারে বিজেপি ওইরকম প্রার্থী দিয়েছে। যাতে খোকাবাবুর অসুবিধা না হয়। একজন প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন জেলে। আরেকজন বর্তমান মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও জেলে। কিন্তু খোকাবাবুকে যাতে জেলে যেতে না হয় তাই দিদি বোঝাপড়া করে নিয়েছেন। উল্লেখ্য, তবে এদিন অধীরের এই বক্তব্য নিয়ে তৃণমূলের কোনও পাল্টা বক্তব্য পাওয়া যায়নি।
আরও খবর দেখুন