Placeholder canvas

Placeholder canvas
HomeIPL 2024২৪.৭৫ কোটির মিচেল স্টার্কের সমস্যা কোথায়?
Mitchell Starc

২৪.৭৫ কোটির মিচেল স্টার্কের সমস্যা কোথায়?

স্টার্ক কি ইগোর সমস্যায় ভুগছেন?

Follow Us :

কলকাতা: কলকাতা: এই মুহূর্তে আইপিএলের (IPL 2024) সবথেকে বড় ধাঁধার নাম মিচেল স্টার্ক (Mitchell Starc)। এ মরসুমে সব দল মিলিয়ে ব্যাটারদের মধ্যে যদি সবচেয়ে খারাপ খেলেন গ্লেন ম্যাক্সওয়েল (Glen Maxwell) তাহলে সবচেয়ে জঘন্য বোলার স্টার্ক। রবিবার আরসিবির বিরুদ্ধে ম্যাচে কেকেআরকে একাই হারিয়ে দিচ্ছিলেন। কপাল অত্যন্ত ভালো যে হারতে হয়নি।

প্রথম দুই ওভারে ৩৬ রান দিয়েছিলেন অজি পেসার। শেষ ওভারে যখন শ্রেয়স আইয়ার (Shreyas Iyer) তাঁর হাতে বল তুলে দিলেন, আরসিবির ম্যাচ জিততে চাই ২১ রান। কোনও খাঁটি ব্যাটার নেই, স্ট্রাইকে লেগ স্পিনার হিসেবে পরিচিত করণ শর্মা (Karn Sharma)।

আরও পড়ুন: স্পাইডারম্যান সল্টের রান আউটে ম্যাচ জিতল KKR

প্রথম চার বলে তিনটে ছয় খেলেন কেকেআরের (KKR) ২৪.৭৫ কোটির বোলার। সমর্থকরা তখন অজি পেসারের জন্য বিশেষণ নির্বাচন করছেন। দুই বলে বাকি তিন। গোটা ইডেন গার্ডেন্স (Eden Gardens) হতভম্ব। শেষটায় করণ শর্মা ম্যাচ নিয়ে চলে যাবেন! না, ভাগ্য সহায় হল। স্টার্কের ইয়র্কার লেন্থের বল সোজা মারলেন শর্মা, দ্রুত নিচু হয়ে অনবদ্য ক্যাচ নিলেন অজি পেসার।

 

ওই ক্যাচ ধরে বিন্দুমাত্র পাপস্খালন হয়নি। তিন ওভারে ৫৫ রান দিয়েছেন তিনি। টি২০ ক্রিকেটে বোলাররা মার খায়, কিন্তু তা বলে ওভারে ১৮.৩৩! ভালো বলে মার খেলে তবু ঠিক ছিল, কিন্তু স্টার্ক যেসব জায়গায় বল ফেলছেন তা দেখলে আশ্চর্য লাগবে। গুডলেন্থ কিংবা ফুল লেন্থ, ইয়র্কার দিচ্ছেন না, শর্ট বলও ব্যবহার করছেন না সেইভাবে। সবথেকে বড় কথা টি২০তে গতির হেরফের হল সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, সেটাই করছেন না।

সমস্যাটা কি মানসিক? স্টার্ক কি ইগোর সমস্যায় ভুগছেন? না হলে যেখানে হর্ষিত রানা, আন্দ্রে রাসেলরা স্লোয়ার দিচ্ছেন, উইকেট পাচ্ছেন, স্টার্ক মার খেয়েও গতি বদলাচ্ছেন না। মনে হচ্ছে যেন কোনও বাচ্চা ছেলে জেদ করে জোরে বল করে যাচ্ছে। গৌতম গম্ভীর এবং নাইট ম্যানেজমেন্ট কী ভাবছে সেটাও গুরুত্বপূর্ণ। বাঁ-হাতি পেসার হিসেবে এবার কিন্তু চেতন সাকারিয়ার সুযোগ প্রাপ্য। স্টার্ককে বসিয়ে অন্য বিদেশিদের খেলানোর বিকল্পও হাতে আছে।

দেখুন অন্য খবর:

RELATED ARTICLES

Most Popular