কলকাতা: ম্যাচটা মিচেল স্টার্ক (Mitchell Starc) একাই হারিয়ে দিচ্ছিলেন। প্রথম দুই ওভারে ৩৬ রান দিয়েছিলেন। শেষ ওভারে যখন তাঁর হাতে বল হাতে শ্রেয়স আইয়ার (Shreyas Iyer) বল তুলে দিলেন, আরসিবির ম্যাচ জিততে চাই ২১ রান। কোনও খাঁটি ব্যাটার নেই, স্ট্রাইকে লেগ স্পিনার হিসেবে পরিচিত করণ শর্মা (Karn Sharma)।
প্রথম চার বলে তিনটে ছয় খেলেন কেকেআরের (KKR) ২৪.৭৫ কোটির বোলার। সমর্থকরা তখন অজি পেসারের জন্য বিশেষণ নির্বাচন করছেন। দুই বলে বাকি তিন। গোটা ইডেন গার্ডেন্স (Eden Gardens) হতভম্ব। শেষটায় করণ শর্মা ম্যাচ নিয়ে চলে যাবেন! না, ভাগ্য সহায় হল। স্টার্কের ইয়র্কার লেন্থের বল সোজা মারলেন শর্মা, দ্রুত নিচু হয়ে অনবদ্য ক্যাচ নিলেন অজি পেসার। শেষ বলেও নাটক।
আরও পড়ুন: নো বলে আউট! চরম ক্ষুব্ধ বিরাট কোহলি
কভার অঞ্চলে শট মেরে দুই রান নেওয়ার চেষ্টা করেছিলেন লকি ফার্গুসন। তা করতে পারলেই ম্যাচ টাই হত এবং খেলা যেত সুপার ওভারে। রমনদীপ সিং বল ধরে থ্রো করলেন স্ট্রাইকিং এন্ডে, যদিও থ্রো খুব ভালো ছিল না। কিপিংয়ে কিছুটা ঢিলে হলেও মাথা ঠান্ডা রেখে বল ধরলেন ফিল সল্ট, ঝাঁপিয়ে পড়ে উইকেট ভাঙলেন। রান আউট ফার্গুসন এবং কেকেআর জিতল ঠিক এক রানে।
রুদ্ধশ্বাস ম্যাচ জিতে ফের দুই নম্বরে উঠে এল কলকাতা। সাত ম্যাচে পাঁচটা জিতে ১০ পয়েন্ট হল গৌতম গম্ভীরের দলের। নেট রান রেটে এগিয়ে থাকায় সানরাইজার্স হায়দরাবাদকে টপকে দুই নম্বরে তারা।
দেখুন অন্য খবর: