skip to content
Saturday, July 27, 2024

skip to content
HomeScrollমায়ের বকুনি, অণ্ডালে আত্মঘাতী কিশোর
Paschim Bardhaman Incident

মায়ের বকুনি, অণ্ডালে আত্মঘাতী কিশোর

পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে

Follow Us :

পশ্চিম বর্ধমান: বর্তমানে অল্প বয়স (Minor) থেকেই অভিমানী হয়ে উঠছে ছেলেমেয়েরা। একজন মা বাবা কষ্ট করে ছেলে-মেয়েদের লালন পালন করেন। সেই ছেলে বা মেয়ে কোনও অন্যায় করলে তাকে শাসন করতে গেলেই বর্তমানে হচ্ছে বিপত্তি। অভিমানে আত্মঘাতী হয়েছে বহু নাবালক ও নাবালিকা। সোমবার এরকমই এক দুঃখজনক ঘটনার সাক্ষী থাকলো অন্ডালের (Andal) কাজোড়া এলাকা।

রবিবার অন্ডালের কাজোড়া মোড় মাঝি পাড়ার বাসিন্দা বছর দশেকের মোহিত কুমার নামে এক নাবালক বন্ধুদের সঙ্গে দামোদর নদে স্নান করতে গিয়েছিল। নদী থেকে স্নান করে দেরিতে বাড়ি ফেরায় মোহিত কুমারের মা সোনিদেবী তাকে বকুনি দেয়। তার সারাদিন এভাবে ঘুরে বেড়ানোর কারণ জিজ্ঞাসা করে। এতেই অভিমানে ঘরের মধ্যে ঢুকে পড়ে মোহিত কুমার। নিজের ঘরের মধ্যে ঢুকেই দরজা বন্ধ করে গলায় ফাঁসি লাগিয়ে আত্মঘাতী হয় মোহিত বলে পরিবার সূত্রে জানানো হয়। দরজা ভেঙে তাকে উদ্ধার করে বাড়ির লোকজন। নিয়ে যাওয়া হয় অন্ডালের একটা বেসরকারি হাসপাতালে। সেখানে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। অন্ডাল থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। এভাবে এক নাবালকের অভিমানে আত্মঘাতী হওয়ার ঘটনায় শোকস্তব্ধ এলাকাবাসী । ঘটনায় কান্নায় ভেঙে পড়েছেন মোহিতের মা ও তার পরিবার।

আরও পড়ুন: জামিনের মেয়াদ বাড়াতে আবেদন অরবিন্দ কেজরিওয়ালের

আরও খবর দেখুন 

RELATED ARTICLES

Most Popular