Placeholder canvas

Placeholder canvas
HomeScrollভেঙে পড়ছে চাঙড়, প্রবল দুরবস্থা অঙ্গনওাড়ি কেন্দ্রের

ভেঙে পড়ছে চাঙড়, প্রবল দুরবস্থা অঙ্গনওাড়ি কেন্দ্রের

Follow Us :

বসিরহাট: সুন্দরবনে অঙ্গনওয়ারি কেন্দ্র ভগ্ন বেহাল দশা। নেই কোনও ছাত্রছাত্রী। মিড ডে মিলের খাবার বাড়িতে পৌঁছে দেয় সহায়িকারা। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বসিরহাটের হিঙ্গলগঞ্জ ব্লকের প্রত্যন্ত সুন্দরবন এলাকায়।

দুলদুলি গ্রাম পঞ্চায়েতের ১৬১ নম্বর বুথের অঙ্গনওয়াড়ি কেন্দ্র দীর্ঘ এক বছর ধরে বেহাল দশা। ভেঙে পড়ছে চাঙড়। আর বৃষ্টি আসলেই ঘর ভেসে যাচ্ছে। খাতাকলমে ছাত্রছাত্রীর সংখ্যা ৪০ জন থাকলেও কেউ ভয়তে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে আসে না। যে কোনও সময় দুর্ঘটনার কবলে পড়তে পারে ভেনে নিজেদের সন্তানদের ওই কেন্দ্রে পাঠাতে ভয় পায় অবিভাবকেরা।

আরও পড়ুন: আইসক্রিম স্টিক বাজেট, খেতে মধু, হাতে কাঠি

এতটাই খারাপ অবস্থা যেখানে মূল গেটের গ্রিল ও ভিতরে বৃষ্টির সময় জল পড়ে অস্বাস্থ্যকর পরিবেশে ছাত্রছাত্রীরা আসে না। অঙ্গনওয়াড়ি কর্মী সুপর্ণা কর্মকার বলেন, একাধিক জায়গায় জানিয়েও কোনও সুরাহা মেলেনি। নতুন করে এই বিল্ডিং তৈরি করা হোক না হলে ছাত্র-ছাত্রীরা আসতে চাইছে না। এমনকি মিড ডে মিলের রান্না করতে হচ্ছে অস্বাস্থ্যকর পরিবেশে। এতটাই নিম্নমানের কাজ হয়েছে যে এক বছরেই ভেঙে পড়ছে অঙ্গনওয়াড়ি কেন্দ্র।

দেখুন আরও অন্যান্য খবর: 

RELATED ARTICLES

Most Popular

Recent Comments