বিশাখাপত্তনম: প্রথম টেস্টের আগের দিনই প্রথম এগারো ঘোষণা করে দিয়েছিল ইংল্যান্ড (England)। যেন ভারতকে বার্তা দিয়ে রাখা, আমরা তৈরি। দ্বিতীয় টেস্টের ক্ষেত্রেও একই পথে হাঁটল তারা। বৃহস্পতিবারই প্রথম ১১ জানিয়ে দিল ইংল্যান্ড। দলে দুটি পরিবর্তন করেছে তারা।
প্রথম টেস্ট জিতে আত্মবিশ্বাস বেড়ে গিয়েছে বেন স্টোকসদের (Ben Stokes)। তার উপর কে এল রাহুল (KL Rahul) এবং রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja) চোটের কারণে বিশাখাপত্তনমে খেলবেন না। ফলে ইংল্যান্ডের সামনে সিরিজ ২-০ করে ফেলার বড় সুযোগ এসে গিয়েছে। সেই সুযোগের সদ্ব্যবহার করতে সম্ভবত সেরা ১১ বেছে নিলেন স্টোকস এবং ব্রেন্ডন ম্যাকালাম (Brendon McCullum)।
আরও পড়ুন: বিশাখাপত্তনমে কি বলও করবেন বেন স্টোকস!
জ্যাক লিচের (Jack Leach) চোট তাই প্রত্যাশিতভাবেই ২০ বছর বয়সি অফস্পিনার শোয়েব বশিরের (Shoaib Bashir) অভিষেক ঘটতে চলেছে। আর একজন যিনি দলে ঢুকলেন তার আলাদা করে পরিচয় করানোর দরকার পড়ে না। টেস্ট ক্রিকেটের ইতিহাসে পেসার হিসেবে সবথেকে বেশি উইকেটের মালিক জেমস মাইকেল অ্যান্ডারসন (James Anderson) খেলবেন মার্ক উডের (Mark Wood) জায়গায়।
We have named our XI for the second Test in Vizag! 🏏
🇮🇳 #INDvENG 🏴 | #EnglandCricket
— England Cricket (@englandcricket) February 1, 2024
হায়দরাবাদ টেস্টে ভালোই গতি তুলেছিলেন উড। কিন্তু ভারতীয় ব্যাটারদের বিব্রত করতে পারেননি, দুই ইনিংস মিলিয়ে কোনও উইকেটও পাননি। অ্যান্ডারসনের বলের গতি অনেক কম নিঃসন্দেহে কিন্তু তাঁর স্কিলের তুলনা হয় না। নতুন এবং পুরনো, দু’ রকম বলে দু’দিকেই বল সুইং করাতে পারেন। ভারতীয় পরিবেশেও অতীতে কামাল করেছেন তিনি। বিশাখাপত্তনমে তিনি কী করেন সেটাই দেখার।
দ্বিতীয় টেস্টে ইংল্যান্ডের একাদশ: জ্যাক ক্রলি, বেন ডাকেট, অলি পোপ, জো রুট, জনি বেয়ারস্টো, বেন স্টোকস (অধিনায়ক), বেন ফোকস (উইকেটরক্ষক), রেহান আহমেদ, টম হার্টলি, শোয়েব বশির, জেমস অ্যান্ডারসন
দেখুন অন্য খবর: