ওটাওয়া: কানাডায় (Canada) ভারতীয় (Indian) পড়ুয়াকে (Student) গুলি করে খুন। দক্ষিণ ভ্যাঙ্কুভারে গাড়ির ভিতর গুলি করে খুন করা হয়েছে। মৃতের নাম চিরাগ আন্তিল (২৪)। পুলিশ জানিয়েছে, ১২ এপ্রিল রাত ১১টা নাগাদ গুলির শব্দ শুনে থানায় ফোন করেন স্থানীয়রা। একটি গাড়ির ভিতরে আন্তিলের দেহ মেলে। ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি। তদন্ত চলছে।
২০২২ সালের সেপ্টেম্বরে কানাডার এক বিশ্ববিদ্যালয়ে এমবিএ করতে গিয়েছিলেন চিরাগ। তাঁর বাড়ি হরিয়ানায়। পড়াশোনা শেষ হয়েছে তাঁর। সেখানে চাকরি করার অনুমতিও পেয়েছিলেন।
আরও পড়ুন: মহিলাদের গুরুত্ব দিয়ে ইস্তাহার প্রকাশ সিপিএমের
চিরাগের দেহ দেশে ফেরানোর জন্য আমেরিকার স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে অনুদান সংগ্রহ করছে তার পরিবার। চিরাগের ভাই রোমিত জানিয়েছেন, আমাদের দুই ভাইয়ের দারুণ সম্পর্ক ছিল। ওই ঘটনার ঠিক আগেই কথা হয়েছিল ওঁর সঙ্গে। উল্লেখ্য, চার মাসে সে দেশে দশ জন ভারতীয় পড়ুয়ার মৃত্যু হয়েছে।
আরও খবর দেখুন