কর্নাটক: মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া (Siddaramaiah) ছাড়াও ২০২২ সালে বেআইনি মিছিলে অংশ নেওয়ায় অভিযুক্ত কংগ্রেসের স্টেট ইনচার্জ রনদীপ সিং সূর্যেওয়ালা (Randeep Shamsher Singh Surjewala) এবং বিধায়ক রাম লিঙ্গা রেড্ডি ও এমবি পাতিল। তৎকালীন মুখ্যমন্ত্রী বাসররাজ বোম্মাই (Basavaraj Bommai) ও মন্ত্রী কে এস ঈশ্বরাপ্পার পদত্যাগ দাবি করে অভিযুক্তরা ওই মিছিল করেন বলে অভিযোগ। সেই সূত্রে হওয়া মামলা খারিজের আবেদন।
আরও পড়ুন: লোকসভা ভোটে ক’টা আসন পাবে বিজেপি? জানালেন নরেন্দ্র মোদি
অভিযুক্তদের আবেদন খারিজ করার পাশাপাশি প্রত্যেককে নিম্ন আদালতে আলাদা দিনে হাজিরার নির্দেশ। এই রায় আপাতত স্থগিত রাখার আবেদনও নাকচ বিচারপতি কৃষ্ণা এস দীক্ষিতের। পুলিশি নির্দেশ অগ্রাহ্য করায় প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা। ‘তাঁরা যদি আইন মেনে চলেন, তাহলে সাধারণ মানুষও আইন মানবে। ইংরেজি সাহিত্য থেকে কয়েকটি কথা উল্লেখ করতে বাধ্য হচ্ছি। “প্রাইম মিনিস্টার এবং পোস্টম্যান ফৌজদারী আইনের সামনে একই জায়গায় দাঁড়িয়ে থাকেন।” সেদিন সেখানে উপস্থিত পুলিশ অফিসাররা এমন মিছিল করতে বারণ করেছিলেন। কারণ বেঙ্গালুরুতে দিনের বেলায় ওই রাস্তায় কেমন পরিস্থিতি হয় সবাই জানেন।’ মন্তব্য বিচারপতির।
অন্য খবর দেখুন