কলকাতা: রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্তের (WB Advocate General Kishor Dutta ) কাছে ক্ষমা চাইলেন কলকাতা হাইকোর্টর (Calcutta High Court) বিচারপতি অভিজিত গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Gangopadhyay)। মঙ্গলবার এজলাসে বসেই বিচারপতি বলেন, আমি আপনার কাছে ক্ষমাপ্রার্থী। আই অ্যাম ভেরি সরি। পাল্টা কিশোর দত্ত বলেন, আমিও আপনাকে অনেক কথা বলেছিলাম। দুজনের এই বাক্যালাপের পর বিচারপতি গঙ্গোপাধ্যায় এবং এজির দ্বন্দ্ব মিটল বলে মনে করছে আইনি মহল।
কয়েক দিন আগে রাজ্যের মেডিক্যাল কলেজগুলিতে ভুয়ো জাতিগত শংসাপত্র দেখিয়ে ভর্তি সংক্রান্ত মামলার শুনানি চলাকালীন এজি এবং বিচারপতি গঙ্গোপাধ্যায়ের মধ্যে তুমুল বাগযুদ্ধ হয়। এজলাসে বসে বিচারপতি অ্যাডভোকেট জেনারেলের উদ্দেশে বলেন, কার পদলেহন করে আপনি দ্বিতীয়বারের জন্য অ্যাডভোকেট জেনারেল হয়েছেন, তা আমি জানি। এজি বলেন, আপনাকে বিজেপি ভোটের টিকিট দিতে চেয়েছিল বলে আমার কাছে খবর আছে। বিচারপতি জবাবে তা অস্বীকার করেন। এজলাসে নজিরবিহীন দুজনের এই বাগযুদ্ধ দেখে বিস্মিত হয়েছিলেন বহু আইনজীবী। ওই ঘটনার পর হাইকোর্টের বহু আইনজীবী দাবি তোলেন, বিচারপতি গঙ্গোপাধ্যায়কে এজির কাছে ক্ষমা চাইতে হবে। প্রধান বিচারপতিকে লেখা চিঠিতে ওই আইনজীবীরা ক্ষমা চাওয়ার দাবি তুলে অভিযোগ করেন, বিচারপতির মন্তব্য আদালত অবমাননার শামিল। তাছাড়া তিনি অ্যাডভোকেট জেনারেলের পদমর্যাদাকেও অপমান করেছেন।
অন্য খবর দেখুন